Current Affairs MCQ Pdf: 30th August 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 30th August 2021
1. ‘Barcelona Open Chess Tournament 2021’ -এর খেতাব কে জিতেছেন?
[A] হর্ষিত রাজা
[B] এস. পি সেথুমেনন
[C] বিশ্বনাথন আনন্দ
[D] উপরের কোনোটিই সঠিক নয়
2. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক -এর নতুন কার্যকারী নির্দেশক (Excutive Director) কে নিযুক্ত হয়েছেন?
[A] মোহিত সুরি
[B] রমন সাক্ষী
[C] অজয় ভল্লা
[D] অজয় কুমার
3. কর্মহীন যুবকদের জন্য কোন রাজ্য সরকার ‘Mera Kaam Mera Naam Scheme’ শুরু করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] পাঞ্জাব
[C] হরিয়ানা
[D] বিহার
4. উত্তরপ্রদেশের ‘আলীগড়’ -এর নতুন নাম কী?
[A] রামপুর
[B] শান্তিগর
[C] রামগড়
[D] হরিগড়
5. সম্প্রতি, প্রকাশিত 7. ‘Operation Trojan Horse : A Novel Inspired by True Events’ পুস্তকটি কে লিখেছেন?
[A] অভিষেক শরণ এবং রাম কৃষ্ণ
[B] অভিষেক শরণ এবং ডি.পি সিনহা
[C] ডি.পি সিনহা এবং রাম কৃষ্ণ
[D] উপরের কোনটিই সঠিক নয়
6. ITBP -এর নতুন মহানির্দেশক (DG) কে নিযুক্ত হয়েছেন?
[A] রাকেশ ভদোরিয়া
[B] পঙ্কজ কুমার সিং
[C] নাসির কমল
[D] সঞ্জয় অরোরা
7. নিম্নলিখিত কোন টেবিল টেনিস খেলোয়াড় ‘Czech International Open Tittle’ জিতেছে?
[A] Sutirtha Mukherjee
[B] G Sathiyan
[C] Sumyjit Ghosh
[D] উপরের কোনটিই সঠিক নয়
8. ‘National Thought Day’ কবে পালিত হয়?
[A] 22 আগস্ট
[B] 24 আগস্ট
[C] 26 আগস্ট
[D] 28 আগস্ট