Bengali Current Affairs: 5th October 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 5th October 2021
1. কোন রাজ্যের ‘Chinnor Rice’ GI ট্যাগ পেয়েছে?
[A] উত্তর প্রদেশ
[B] উত্তরাখন্ড
[C] মনিপুর
[D] মধ্যপ্রদেশ
2. সম্প্রতি, প্রকাশিত ‘A Taste of the Liverpool Way A Recipe for Success’ পুস্তকটি কে লিখেছেন?
[A] অমৃতা সেন
[B] মোনা নেম্মর
[C] পদ্মা ভারতী
[D] ঝুম্পা লাহিড়ী
3. উত্তর প্রদেশ সরকার “One District One Product” যোজনার নতুন ব্র্যান্ড এম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন?
[A কৃতি স্যানন
[B] য়ামি গৌতম
[C] আলিয়া ভট্ট
[D] কঙ্গনা রানাওয়াত
4. সম্প্রতি, কবে ‘World Animal Welfare Day’ পালিত হয়েছে?
[A] 1 সেপ্টেম্বর
[B] 2 সেপ্টেম্বর
[C] 3 সেপ্টেম্বর
[D] 4 সেপ্টেম্বর
5. কোন রাজ্য সরকার “Clean India Programme” শুরু করেছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] পশ্চিমবঙ্গ
6. ভারত সরকারের ‘Chief Hydrographer’ পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অধীর অরোরা
[B] বিনয় বাধবার
[C] গৌরব আর্য
[D] R K মাথুর
7. কোন সংস্থাকে “Right Livelihood Award 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] Sulabh International
[B] Vindhyan Ecology and Natural History Foundation (VENHF), Mirzapur
[C] Legal Initiative for Forest and Environment (LIFE), Delhi
[D] Give Me Trees Trust, Delhi
8. National Basketball Association (NBA) -এ ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] আমির খান
[B] সালমান খান
[C] অক্ষয় কুমার
[D] রণভীর সিং