Bengali Current Affairs: 23rd October 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 23rd October 2021
1. ‘Police Commemoration Day’ কবে পালিত হয়?
[A] 20 অক্টোবর
[B] 19 অক্টোবর
[C] 21 অক্টোবর
[D] 18 অক্টোবর
2. সম্প্রতি, কে ‘Air Quality Early Warning System’ লঞ্চ করেছে?
[A] নরেন্দ্র মোদী
[B] অমিত শাহ
[C] রাজনাথ সিং
[D] জিতেন্দ্র সিং
3. ‘Association of Mutual Funds in India (AMFI)’ -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] নীলেশ শাহ
[B] এ. বালাসুব্রহ্মনিয়ম
[C] সৌরভ নানাভাতি
[D] আশুতোষ বিষ্ণই
4. ‘The Starts in My Sky’ পুস্তকটি কে লিখেছেন?
[A] গুলজার
[B] গুলশান
[C] দিব্যা দত্তা
[D] আমির খান
5. Global pension index 2021 – এ ভারতের অবস্থান কত?
[A] 38 তম
[B] 40 তম
[C] 50 তম
[D] 90 তম
6. কোন রাজ্য সরকার “Mukhyamantri Ration Aapke Dwar Yojana” শুরু করেছে?
[A] পশ্চিমবঙ্গ
[B] মধ্য প্রদেশ
[C] পাঞ্জাব
[D] বিহার
7. 52nd IFFI -এ Satyajit Ray Lifetime Achievement Award দিয়ে কাদের সম্মানিত করা হবে?
[A] Sergio Leone, David Fincher
[B] Martin Scorsese, Istvan Szabo
[C] Quentin Tarantino, Lilly Wachowski
[D] Christopher Nolan, Hayao Miyazaki
8. Georissa Mawsmaiensis নামে শামুকের এক নতুন প্রজাতি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে?
[A] নাগাল্যান্ড
[B] মেঘালয়
[C] মনিপুর
[D] সিকিম