Bengali Current Affairs: 8th December 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs: 8th December 2021
1. “Armed Forces Flag Day” কবে পালিত হয়?
[A] 5 ডিসেম্বর
[B] 6 ডিসেম্বর
[C] 7 ডিসেম্বর
[D] 8 ডিসেম্বর
2. নিম্নলিখিত কোন ভারতীয় সর্বপ্রথম “Miss Trans Global 2021” -এর শিরোপা জিতেছে?
[A] মোনিকা অরোরা
[B] স্নেহা প্যাটেল
[C] হিমা শর্মা
[D] শ্রুতি সিতারা
3. Saudi Arabian Grand Prix 2021 -এর খেতাব কে জিতেছেন?
[A] Valtteri Bottas
[B] Lewis Hamilton
[C] Esteban Ocon
[D] Max Verstappen
4. National Highways Authority of India (NHAI) -এর নতুন চেয়ারপার্সন পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অলকা উপাধ্যায়
[B] হর্ষিতা সিং
[C] স্বেতা কুম্বলে
[D] সৃষ্টি ,মিশ্রা
5. সম্প্রতি, যৌথ সামরিক অনুশীলন “Ekuverin exercise 2021” ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে?
[A] মালদ্বীপ
[B] শ্রীলংকা
[C] জাপান
[D] বাংলাদেশ
6. কোন দেশ “Beijing Winter Olympics 2022” -এর বয়কট ঘোষণা করেছে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] জার্মানি
[C] জাপান
[D] ভারত
7. সম্প্রতি, কোন দেশে “4th Asia Youth Para Games” -অনুষ্ঠিত হয়েছে?
[A] ওমান
[B] বাহরাইন
[C] চীন
[D] জাপান
8. International Civil Aviation Day কবে পালিত হয়?
[A] 5 ডিসেম্বর
[B] 6 ডিসেম্বর
[C] 7 ডিসেম্বর
[D] 8 ডিসেম্বর