West Bengal Gk Pdf in Bengali
West Bengal Gk Pdf in Bengali: Hi! Guys in this post we provide 50 most important MCQ type questions & answer in the Bengali language on West Bengali. Here you will get to know about History, Geography & Polity of West Bengal.
1. নিচের কোন রাজ্যের সঙ্গে, পশ্চিমবঙ্গের সীমান্ত ভাগ পরে না?
[A] আসাম
[B] বিহার
[C] উড়িষ্যা
[D] মেঘালয়
2. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
[A] অজয় কুমার মুখার্জি
[B] বিধান চন্দ্র রায়
[C] প্রফুল্ল চন্দ্র ঘোষ
[D] জ্যোতি বসু
3. সারা ভারতে, বিধান চন্দ্র রায়ের স্মৃতিতে “Doctors’ Day” কবে পালিত হয়?
[A] ১ লা এপ্রিল
[B] ১ লা মে
[C] ১ লা জুন
[D] ১ লা জুলাই
4. খড়গপুর IIT কত সালে স্থাপিত হয়?
[A] ১৯৫০ সালে
[B] ১৯৪৯ সালে
[C] ১৯৫৩ সালে
[D] ১৯৫১ সালে
5. বাংলার নবজাগরণের জনক কে ছিলেন?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[C] রাজা রামমোহন রায়
[D] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
Read More: Andhra Pradesh Gk Question Answer in Bengali
6. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থান্তরিত করা হয়?
[A] ১৯০৫ সালে
[B] ১৯১১ সালে
[C] ১৯১৭ সালে
[D] ১৯২৬ সালে
7. ভিক্টরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য কবে সম্পন্ন হয়?
[A] ১৯১৮ সালে
[B] ১৯২২ সালে
[C] ১৯২৩ সালে
[D] ১৯২১ সালে
8. বিখ্যাত উপন্যাস “পরিণীতা”-এর লেখক কে?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
[C] শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
[D] সত্যজিত রায়
9. নিচের কোনটি উৎপাদনে পশ্চিমবঙ্গ, ভারতে প্রথম স্থান অধিকার করে?
[A] ধান
[B] গম
[C] ভুট্টা
[D] চাঁ
10. কত সালে জ্যোতি বসু প্রথমবার প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন?
[A] ১৯৭৭ সালে
[B] ১৯৭২ সালে
[C] ১৯৭১ সালে
[D] ১৯৭৫ সালে
West Bengal Gk Pdf in Bengali
11. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত?
[A] ২১ টি
[B] ১৯ টি
[C] ২৯ টি
[D] ২৩ টি
12. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
[A] মীরজাফর
[B] মীর কাশিম
[C] সিরাজ উদ দৌল্লা
[D] উপরের কেউই নয়
13. কত সালে কোলকাতায় মেট্রো রেল শুরু হয়?
[A] ১৯৮১ সালে
[B] ১৯৮২ সালে
[C] ১৯৮৩ সালে
[D] ১৯৮৪ সালে
14. পলাশীর যুদ্ধ কত সালে হয়?
[A] ১৭২৬ সালে
[B] ১৭৭৬ সালে
[C] ১৭৪৮ সালে
[D] ১৭৫৭ সালে
15. কোলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়?
[A] ১৮৫০ সালে
[B] ১৭৫৭ সালে
[C] ১৮৫৫ সালে
[D] ১৮৫৭ সালে
16. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
[A] ১৯১৫ সালে
[B] ১৯০৩ সালে
[C] ১৯০৫ সালে
[D] ১৯১৩ সালে
17. ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি ব্যক্তি?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] অজয় কুমার মুখার্জী
[C] বিধান চন্দ্র রায়
[D] প্রফুল চন্দ্র ঘোষ
18. কত সালে হাওড়া সেতু জনসাধারণের জন্য খোলা হয়?
[A] ১৯৪০ সালে
[B] ১৯৪৩ সালে
[C] ১৯৪৫ সালে
[D] ১৯৫০ সালে
19. কত সালে বিদ্যাসাগর সেতুর নির্মাণ সম্পন্ন হয়?
[A] ১৯৮০ সালে
[B] ১৯৭০ সালে
[C] ১৯৮৫ সালে
[D] ১৯৯২ সালে
20. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? (আয়তনে)
[A] পুরুলিয়া
[B] দক্ষিন ২৪ পরগনা
[C] বাঁকুড়া
[D] বর্ধমান
West Bengal Gk Mcq in Bengali
21. আনন্দবাজার পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়?
[A] ১৯২৫ সালে
[B] ১৯৩৭ সালে
[C] ১৯১১ সালে
[D] ১৯২২ সালে
22. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় শিল্প স্থাপিত করে?
[A] কোলকাতা
[B] হুগলি
[C] দুর্গাপুর
[D] সিলেট
23. প্রথম বাংলা উপন্যাস কোনটি?
[A] শেষ
[B] দুর্গেশনন্দিনী
[C] কপালকুণ্ডলা
[D] চার অধ্যায়
24. মেঘনাদ বধ কাব্যের রচিয়তা কে?
[A] শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়
[B] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
[C] সুনীল গঙ্গোপাধ্যায়
[D] মাইকেল মধুসুধন দত্ত
25. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
[A] সমাচার দর্পন
[B] যোগাযোগ দর্পন
[C] আনন্দবাজার পত্রিকা
[D] বর্তমান
26. প্রথম বাংলা উপন্যাস “দুর্গেশনন্দিনী” লেখক কে?
[A] বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
[B] শরৎচন্দ্র চট্টপাধ্যায়
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
27. প্রথম ODI ক্রিকেট ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়
[A] ১৯৮০ সালে
[B] ১৯৮৭ সালে
[C] ১৯৮৫ সালে
[D] ১৯৯০ সালে
28. জনসংখ্যা হিসাবে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
[A] দক্ষিণ ২৪ পরগনা
[B] উত্তর ২৪ পরগনা
[C] বর্ধমান
[D] বাঁকুড়া
29. পশ্চিমবঙ্গ হল ভারতের ____________ জনবহুল রাজ্য
[A] দ্বিতীয়
[B] পঞ্চম
[C] চতুর্থ
[D] ষষ্ঠ
30. পশ্চিমবঙ্গের সীমানা ভাগ পরে এমন রাজ্যের সংখ্যা কয়টি?
[A] ৩ টি
[B] ৫ টি
[C] ৬ টি
[D] ৭ টি