Today Current Affairs MCQ: 8th February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 8th February 2022
1. ISRO নিম্নলিখিত কোন চন্দ্রযান ২০২২ সালের আগস্ট মাসে লঞ্চ করবে?
[A] চন্দ্রযান – 6
[B] চন্দ্রযান – 3
[C] চন্দ্রযান – 1
[D] চন্দ্রযান – 2
2. কোন রাজ্য ৫০ হাজার ছাত্রীর জন্য ‘Obavva Art of Self Defence Training’ প্রোগ্রাম লঞ্চ করেছে?
[A] তামিলনাড়ু
[B] কর্ণাটক
[C] কেরালা
[D] মধ্যপ্রদেশ
3. নিম্নলিখিত কে ‘Ahmedabad IPL Team’ -এর অধিনাক পদে মনোনীত হয়েছেন?
[A] রাশিদ খান
[B] শ্রেয়াস আয়ের
[C] হার্দিক পান্ডে
[D] কে. এল রাহুল
4. কোন দেশ প্রায় ২ বছর পর বিদেশী পর্যটকদের জন্য ২১ ফেব্রুয়ারী তারিখে বর্ডার পুনরায় খুলবে?
[A] চীন
[B] নিউজিল্যান্ড
[C] জাপান
[D] অস্ট্রেলিয়া
5. National Council of Educational Research and Training (NCERT) -এর নতুন নির্দেশক পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] উপেন্দ্র ত্রিবেদী
[B] মনোজ পান্ডে
[C] রজনীশ কুমার
[D] দীনেশ প্রসাদ সাকলানি
6. IndiGo Airline -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রবি মিত্তল
[B] রাহুল ভাটিয়া
[C] শ্রী নিবাস মূর্তি
[D] নেভিল সংঘবি
7. সম্প্রতি, ফেব্রুয়ারী তারিখে প্রয়াত বিখ্যাত গায়িকা লতা মঙ্গেসকর কত সালে ভারতরত্ন সম্মান পান?
[A] 2001
[B] 2005
[C] 2010
[D] 2014
8. ‘Sariska Tiger Reserve’ কোন রাজ্যে অবস্থিত?
[A] উত্তরপ্রদেশ
[B] পাঞ্জাব
[C] রাজস্থান
[D] গুজরাট