Today Current Affairs MCQ: 25th February 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 25th February 2022
1. NASA কোন সালের মধ্যে ‘International Space Station’ বন্ধের ঘোষণা করেছে?
[A] 2025 খ্রিস্টাব্দ
[B] 2027 খ্রিস্টাব্দ
[C] 2029 খ্রিস্টাব্দ
[D] 2031 খ্রিস্টাব্দ
2. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয় ‘বাংলাদেশ চলচিত্র মহোৎসব’ -এর উদ্বোধন করেছে?
[A] আসাম
[B] মিজোরাম
[C] নাগাল্যান্ড
[D] ত্রিপুরা
3. সম্প্রতি, শাহরুখ খান কোন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন?
[A] Pepsi
[B] Thumps Up
[C] Sprite
[D] Dew
4. সম্প্রতি, বিশ্বের নং ১ দাবাড়ু মেগনেস কার্লসন কে কোন ভারতীয় যুবা দাবাড়ু পরাজিত করেছে?
[A] গিরিশ কৌশিক
[B]পৃথ্বী গুমা
[C] সত্য মিশ্রা
[D] রমেশবাবু প্রজ্ঞানানন্দ
5. কোন রাজ্য সরকার সামুদ্রিক জীব -এর সংরক্ষনের জন্য ‘Marine Elite Force’ -এর গঠন করেছে?
[A] হিমাচল প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] গুজরাট
[D] তামিলনাড়ু
6. সম্প্রতি, প্রকাশিত ’The Founders: The Story of Paypal and the Entrepreneurs Who Shaped Silicon Valley ’’ পুস্তকটি কে লিখেছেন?
[A] Jimmy Soni
[B] Jonathan Franzen
[C] Michael Chabon
[D] Stephen King
7. নিম্নলিখিত কোন ভারতীয় ফাইটার এয়ারক্র্যাফট ‘Cobra Warrior Air Exercise’ -এ অংশগ্রহন করবে?
[A] LCA Tejas
[B] Su-30MKI
[C] MiG-21
[D] Rafale
8. ‘Health Star Rating’ কোন সংস্থার উদ্যোগ?
[A] NITI Aayog
[B] FSSAI
[C] Food Corporation of India
[D] NABARD