Bengali Current Affairs MCQ: 1st March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 1st March 2022
1. প্রতিবছর কবে “National Science Day” পালিত হয়?
[A] 25 ফেব্রুয়ারী
[B] 26 ফেব্রুয়ারী
[C] 27 ফেব্রুয়ারী
[D] 28 ফেব্রুয়ারী
2. সম্প্রতি, কোন কেন্দ্রীয় মন্ত্রী ‘National Polio Immunization Drive 2022’ লঞ্চ করেছে?
[A] রাজনাথ সিং
[B] ড: জিতেন্দ্র সিং
[C] মনসুখ মান্দাভিয়া
[D] ড: হর্ষবর্ধন রাঠোর
3. কোন রাজ্য সরকার নিজস্ব Agriculture Export Policy (AEP) লঞ্চ করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] রাজস্থান
[C] মহারাষ্ট্র
[D] কেরালা
4. National eGovernance Division (NeGD) – এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] চেতন ঘাটে
[B] দেবাশিস মিশ্রা
[C] রবি মিত্তল
[D] অভিষেক সিং
5. International Intellectual Property Index 2022 -এ ভারতের অবস্থান কত তম?
[A] 10তম
[B] 24তম
[C] 31তম
[D] 43তম
6. সম্প্রতি, কবে ‘National Protein Day 2022’ পালিত হয়েছে?
[A] 20 ফেব্রুয়ারী
[B] 27 ফেব্রুয়ারী
[C] 25 ফেব্রুয়ারী
[D] 24 ফেব্রুয়ারী
7. ভারতের রেল কোন রাজ্যে প্রথম সোলার প্লান্ট স্থাপন করবে?
[A] হিমাচল প্রদেশ
[B] অরুণাচল প্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] তেলাঙ্গানা
8. “Rare Disease Day” কবে পালিত হয়?
[A] 24 ফেব্রুয়ারী
[B] 26 ফেব্রুয়ারী
[C] 28 ফেব্রুয়ারী
[D] 27 ফেব্রুয়ারী