Bengali Current Affairs MCQ: 8th March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 8th March 2022
1. International Women’s Day কবে পালিত হয়?
[A] 7 মার্চ
[B] 8 মার্চ
[C] 9 মার্চ
[D] 11 মার্চ
2. 15th Indian Premier League (IPL) কবে শুরু হবে?
[A] 25 মার্চ
[B] 26 মার্চ
[C] 27 মার্চ
[D] 29 মার্চ
3. কোন দল “IPL 2021” খেতাব জিতেছে?
[A] Kolkata Knight Riders
[B] Chennai Super Kings
[C] Royal Challengers Bangalore
[D] Mumbai Indians
4. রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতি (Chief Justice) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] এম এম শ্রীবাস্তব
[B] সঞ্জয় করোল
[C] রবি শঙ্কর ঝা
[D] ইন্দ্রজিৎ মহান্তি
5. সম্প্রতি, :”World Obesity Day 2022″ কবে পালিত হয় ?
[A] 4 মার্চ
[B] 5 মার্চ
[C] 6 মার্চ
[D] 7 মার্চ
6. 73rd Strandja Memorial Boxing Tournament কোথায় শুরু হয়েছে?
[A] সোফিয়া, বুলগেরিয়া
[B] সাংহাই, চীন
[C] মস্কো, রুশ
[D] প্যারিস, ফ্রান্স
7. World Obesity Day 2022 -এর থিম কী?
[A] Everybody Needs to Act
[B] Every Action Counts
[C] Every Body Needs Everybody
[D] End weight stigma
8. Sustainable Development Index 2021 -এ ভারতের অবস্থান কত তম ?
[A] 120তম
[B] 121তম
[C] 122তম
[D] 124তম