Bengali Current Affairs MCQ: 15th March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 15th March 2022
1. প্রতিবছর কবে “World Pi Day” পালিত হয়?
[A] 12 মার্চ
[B] 13 মার্চ
[C] 15 মার্চ
[D] 14 মার্চ
2. সম্প্রতি, National Youth Parliament Festival (NYPF) -এর কততম সংস্করন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
3. সম্প্রতি, কোন IPL টিম Faf du Plessis কে নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে?
[A] Mumbai Indians
[B] Royal Challengers Bangalore
[C] Rajasthan Royal
[D] Gujrat Titans
4. সম্প্রতি, কোন ফুটবল খেলোয়াড় 807 টি গোল করে সর্বকালের রেকর্ড করেছেন?
[A] নেইমার
[B] ক্রিস্টিয়ানো রোনাল্ডো
[C] লিওনেল মেসি
[D] জোহান ক্রুফ
5. নিম্নলিখিত কে হাঙ্গেরি -এর প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
[A] এন্টোনি বিলঙ্কন
[B] মায়া এন্জেলো
[C] সোনা করীম
[D] কাটালিন নোভাক
6. প্রতিবছর “International Day of Mathematics (IDM)” কবে পালিত হয়?
[A] 12 মার্চ
[B] 14 মার্চ
[C] 13 মার্চ
[D] 15 মার্চ
7. কোন রাজ্য সরকার “Kaushalya Matritva Yojana” শুরু করেছে?
[A] কেরালা
[B] পাঞ্জাব
[C] ছত্তিসগড়
[D] মহারাষ্ট্র
8. Global Investment in Digital Shopping 2021 -এ ভারতের অবস্থান কততম?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ