Bengali Current Affairs MCQ: 11th July 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 11th July 2022
1. “World Population Day” কবে পালিত হয়?
[A] 10 জুলাই
[B] 11 জুলাই
[C] 12 জুলাই
[D] 13 জুলাই
2. সম্প্রতি, কে “Wimbledon 2022 Women’s Singles Title” জিতেছে?
[A] Elena Rybakina
[B] Serena Williams
[C] Steffi Graf
[D] Maria Sharapova
3. সম্প্রতি, কোন রাজ্যে “Karachi Mahotsav 2022” কোন রাজ্যে শুরু হয়েছে?
[A] কর্ণাটক
[B] আসাম
[C] মধ্যপ্রদেশ
[D] ত্রিপুরা
4. সম্প্রতি, কাকে Association of Indian Universities (AIU) -এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে?
[A] পঙ্কজ কুমার
[B] সতীশ ভূষণ
[C] অভিমন্যু শর্মা
[D] সুরঞ্জন দাস
5. কোন রাজ্য সরকার 1st জুলাই থেকে রাজ্যের প্রত্যেক পরিবারকে মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষনা করেছে?
[A] হরিয়ানা
[B] পাঞ্জাব
[C] মধ্যপ্রদেশ
[D] হরিয়ানা
6. সম্প্রতি, প্রকাশিত Getting the Bread: The Gen-Z Way to Success’ পুস্তকটি কে লিখেছেন?
[A] সুভাষ চন্দ্র গার্গ
[B] রাস্কিন বন্ড
[C] জয়েন্ট ঘোষাল
[D] প্রার্থনা বাত্রা
7. সম্প্রতি, কে “Wimbledon 2022 Men’s Singles Title” জিতেছে?
[A] Cameron Norrie
[B] Novak Djokovic
[C] Nick Kyrgios
[D] Rafael Nadal
8. সম্প্রতি, কে Austrian Grand Prix 2022 -এর খেতাব জিতেছে?
[A] Mick Schumacher
[B] Lewis Hamilton
[C] Charles Leclerc
[D] Max Verstappen