Bengali Current Affairs MCQ: 25th July 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 25th July 2022
1. World Athletics Championships -এ সর্বপ্রথম রৌপ্য পদক বিজেতা প্রথম ভারতীয় কে হয়েছেন?
[A] নীরজ চোপড়া
[B] রোহিত যাদব
[C] অবিনাশ সাবলে
[D] এলডোসে পাল
2. স্বাধীন ভারতে জন্মগ্রহনকারী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
[A] প্রণব মুখার্জি
[B] রাম নাথ কোবিন্দ
[C] দ্রৌপদী মুর্মু
[D] প্রতিভা পাতিল
3. 68th National Film Awards -এ কোন চলচিত্রটি ‘Beat Feature Film Award’ পেয়েছে?
[A] Tanhaji
[B] Ayyappanum Koshiyum
[C] Toolsidas Junior
[D] Soorarai Pottru
4. 68th National Film Awards -এ কে শ্রেষ্ঠ নির্দেশক পুরস্কার পেয়েছে?
[A] Sachidanandan KR
[B] Sudha Kongara Prasad
[C] Mani Ratnam
[D] Om Raut
5. শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Prasanna Ranatunga
[B] Ali Sabry
[C] Susil Premajayantha
[D] Dinesh Gunawardena
6. World Brain Day – কবে পালিত হয়?
[A] 22 জুলাই
[B] 20 জুলাই
[C] 24 জুলাই
[D] 25 জুলাই
7. নিম্নলিখিত কে 68th National Film Awards -এ শ্রেষ্ট অভিনেতার খেতাব পেয়েছে?
[A] অক্ষয় কুমার
[B] অজয় দেবগান
[C] শাহরুখ খান
[D] আমির খান
8. “Wolrd Embryologist Day” কবে পালিত হয়?
[A] 25 জুলাই
[B] 23 জুলাই
[C] 24 জুলাই
[D] 26 জুলাই