Bengali Current Affairs MCQ: 8th August 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 8th August 2022
1. নিম্নলিখিত কে ভারতের 14তম উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন?
[A] মার্গারেট আলভা
[B] জগদ্বীপ ধনকর
[C] ভেঙ্কাইয়াহ নাইডু
[D] বিমান বন্দোপাধ্যায়
2. ভারতের “National Handloom Day” কবে পালিত হয়?
[A] 6 আগস্ট
[B] 7 আগস্ট
[C] 8 আগস্ট
[D] 5 আগস্ট
3. কোন ভারতীয় বক্সার Commonwealth Games 2022 -এ 50কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?
[A] Mary Kom
[B] Nikhat Zareen
[C] Pooja Rani
[D] Nikhat Zareen
4. কোন রাজ্য সরকার “Cheerag Scheme” লঞ্চ করেছে?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] হরিয়ানা
[C] তামিলনাড়ু
[D] ওড়িষ্যা
5. প্রতিবছর কবে “Quit India Movement Day” পালিত হয়?
[A] 7 আগস্ট
[B] 8 আগস্ট
[C] 9 আগস্ট
[D] 12 আগস্ট
6. নিম্নলিখিত কে প্রধানমন্ত্রী দপ্তর -এর নির্দেশক পদে নিযুক্ত হয়েছেন?
[A] অঞ্জলি কুমারী
[B] বিপিন শর্মা
[C] শ্বেতা সিং
[D] বিপিন শর্মা
7. সম্প্রতি, কোন রাজ্যের “Astro Lab of Laugat Singh Collage” -কে ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
[A] কেরালা
[B] বিহার
[C] হরিয়ানা
[D] রাজস্থান
8. IDE World Dairy Summit 2022 – কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হবে?
[A] মুম্বাই
[B] চন্ডিগড়
[C] হায়দ্রাবাদ
[D] নতুন দিল্লী