Bengali Current Affairs MCQ: 9th August 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 9th August 2022
1. Birmingham Commonwealth Games 2022 -এ ভারত মোট কয়টি পদক জিতেছে?
[A] 51টি
[B] 41টি
[C] 61টি
[D] 71টি
2. “International Day of World’s Indigenous Peoples” কবে পালিত হয়?
[A] 9 আগস্ট
[B] 8 আগস্ট
[C] 5 আগস্ট
[D] 11 আগস্ট
3. নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল “PARVAZ Market Linkage Scheme” লঞ্চ করেছে?
[A] পুডুচেরী
[B] জম্মু ও কাশ্মীর
[C] দিল্লী
[D] চণ্ডীগড়
4. Dr. N. Kalaiselvi নিম্নলিখিত কোন সংস্থার প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন?
[A] Indian Agricultural Statistics Research Institute
[B] Indian Council of Social Science Research
[C] Council of Scientific and Industrial Research (CSIR)
[D] Indian Council of Agricultural Research
5. Commonwealth Games 2022 -এ ভারত মোট কয়টি স্বর্ণ পদক জিতেছে?
[A] 30 টি
[B] 28 টি
[C] 22 টি
[D] 20 টি
6. “Nagasaki Day” কবে পালিত হয়?
[A] 7 আগস্ট
[B] 9 আগস্ট
[C] 11 আগস্ট
[D] 13 আগস্ট
7. সম্প্রতি, কে International Chess Federation (FIDE)-এর ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন?
[A] গিরিশ চন্দ্র পান্ডে
[B] বিশ্বনাথন আনন্দ
[C] রাজেন্দ্র গুপ্ত
[D] সরোজ সিং
8. Governing Council meeting of NITI Aayog – এ কে সভাপতিত্ব করেন?
[A] ভারতের রাষ্ট্রপতি
[B] ভারতের প্রধানমন্ত্রী
[C] কেন্দ্রীয় অর্থ মন্ত্রী
[D] নীতি আয়োগের কার্যকরী নিৰ্বাহক (CEO)