Bengali Current Affairs MCQ: 15th November 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 15th November 2022
1. “Jharkhand Foundation Day” কবে পালিত হয়?
[A] 10 নভেম্বর
[B] 12 নভেম্বর
[C] 15 নভেম্বর
[D] 20 নভেম্বর
2. “Major Dhyan Chand Khel Ratna Award 2022” দিয়ে কাকে সম্মানিত করা হবে?
[A] মনিকা বাত্রা
[B] সৌম্যজিৎ ঘোষ
[C] নেহা আগারওয়াল
[D] শরৎ কামাল আচান্ত
3. “Satyajit Ray Lifetime Achievement Award 2022” দিয়ে কাকে সম্মানিত করা হবে?
[A] Carlos Saura
[B] Christopher Nolan
[C] David Fincher
[D] Quentin Tarantino
4. প্রতিবছর কবে “জাতীয় শিশু দিবস” পালিত হয়?
[A] 12 নভেম্বর
[B] 14 নভেম্বর
[C] 10 নভেম্বর
[D] 15 নভেম্বর
5. নিম্নলিখিত কার জন্মবার্ষিকী উপলক্ষে “জাতীয় শিশু দিবস” পালিত হয়?
[A] লাল বাহাদুর শাস্ত্রী
[B] সর্দার বল্লভভাই প্যাটেল
[C] বাল গঙ্গাধর তিলক
[D] জওহরলাল নেহেরু
6. সম্প্রতি, “প্রসার ভারতী” -এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] গৌরব দ্বিভেদী
[B] দীনেশ শর্মা
[C] সৌরভ সিং
[D] গোবিন্দ যাদব
7. সম্প্রতি, কোন রাজ্যে “Wangala Festival” পালিত হয়েছে?
[A] মেঘালয়
[B] অরুণাচল প্রদেশ
[C] আসাম
[D] মনিপুর
8. সম্প্রতি, কোন রাজ্য “World Travel Mart” -এ “Respnsible Tourism Global Award” পেয়েছে?
[A] গুজরাট পর্যটন
[B] মধ্যপ্রদেশ পর্যটন
[C] রাজস্থান পর্যটন
[D] কেরালা পর্যটন