Bengali Current Affairs MCQ: 17th April 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 17th April 2023
1. সম্প্রতি, কবে “Save the Elephant Day” পালিত হয়েছে?
[A] 13 এপ্রিল
[B] 14 এপ্রিল
[C] 15 এপ্রিল
[D] 16 এপ্রিল
2. সম্প্রতি, প্রকাশিত ADR -এর রিপোর্ট অনুসারে ভারতের ধনী মুখ্যমন্ত্রী কে?
[A] অরবিন্দ কেজরিওয়াল
[B] জগন মোহন রেড্ডী
[C] নীতিশ কুমার
[D] মমতা ব্যানার্জী
3. কোন রাজ্য সরকার বি.আর আম্বেদকর -এর 125 ফুট উঁচু মূর্তির উদ্বোধন করেছেন?
[A] উত্তরপ্রদেশ
[B] তামিলনাড়ু
[C] রাজস্থান
[D] তেলেঙ্গানা
4. সম্প্রতি, কবে “World Art Day 2023” পালিত হয়েছে?
[A] 14 এপ্রিল
[B] 16 এপ্রিল
[C] 13 এপ্রিল
[D] 15 এপ্রিল
5. নিম্নলিখিত কে “Femina Miss India 2023” খেতাব জিতেছে?
[A] রেখা তালবার
[B] নন্দিনী গুপ্তা
[C] সুহাসিনী প্রধান
[D] শ্রেয়া পূঁজা
6. কোন শহরে “Asian Champions Trophy Hockey Tournament” আয়োজিত হবে?
[A] বারাণসী
[B] চেন্নাই
[C] ভুবেনেশ্বর
[D] গৌহাটি
7. প্রতিবছর কবে “World Voice Day” পালিত হয়?
[A] 14 এপ্রিল
[B] 15 এপ্রিল
[C] 16 এপ্রিল
[D] 17 এপ্রিল
8. নিম্নলিখিত কে হিমাচল প্রদেশের হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন?
[A] জাস্টিস তারলোক সিং চৌহান
[B] জাস্টিস রমেশ সিং তালবার
[C] জাস্টিস সূর্য প্রকাশ কেসার্বনি
[D] জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায়
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |