Bengali Current Affairs MCQ: 8th May 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 8th May 2023
1. সম্প্রতি, ভারত উড়িষ্যার সমুদ্রতট থেকে কোন মিসাইল সফলপূর্ন পরীক্ষণ করেছে?
[A] অগ্নি প্রাইম
[B] অগ্নি ৫
[C] অগ্নি ৪
[D] ব্রাহ্মস
2. কোন দেশে “BIMSTEC Energy Center” নির্মিত হবে?
[A] ভারত
[B] ভুটান
[C] থাইল্যান্ড
[D] বাংলাদেশ
3. কোন রাজ্য দূষণের কমাতে “এয়ার পিউরিফায়ার যুক্ত বাস” লঞ্চ করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] দিল্লী
[C] মহারাষ্ট্র
[D] পশ্চিমবঙ্গ
4. পশ্চিমবঙ্গের “State Election Commissioner (SEC)” কে নিযুক্ত হয়েছেন?
[A] অজয় সিং
[B] রাজীব সিনহা
[C] সচিন অরোরা
[D] সুশীল কুমার
5. প্রতিবছর কবে “World Oceans Day” পালিত হয়?
[A] 6 জুন
[B] 7 জুন
[C] 8 জুন
[D] 9 জুন
6. কোন দেশ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছে?
[A] Bangladesh
[B] Nepal
[C] Zambia
[D] Suriname
7. UNGA -এর 78তম প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হয়েছেন?
[A] John Ila
[B] Dennis Francis
[C] Meyer Brown
[D] Harfel junior
8. সম্প্রতি, কবে “বিশ্ব পরিবেশ দিবস” পালিত হয়েছে?
[A] 3 জুন
[B] 5 জুন
[C] 7 জুন
[D] 6 জুন
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |