Bengali Current Affairs MCQ: 1st July 2023 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 1st July 2023
1. সম্প্রতি, প্রকাশিত “Energy Transition Index 2023” -এ ভারতের অবস্থান কত?
[A] 67th
[B] 68th
[C] 69th
[D] 70th
2. নিম্নলিখিত শহরে “FIFA Club World Cup 2023” আয়োজিত হবে?
[A] দুবাই
[B] তেহরান
[C] নতুন দিল্লী
[D] জেদ্দাহ
3. পাঞ্জাবের নতুন মুখ্য সচিব কে নিযুক্ত হয়েছেন?
[A] অজয় কুমার
[B] অভিষেক অবস্থি
[C] রাজেশ আগারওয়াল
[D] অনুরাগ বর্মা
4. সম্প্রতি, কোন রাজ্য সরকার “One-Tap-One-Tree” অভিযান লঞ্চ করেছে?
[A] উত্তর প্রদেশ
[B] মধ্য প্রদেশ
[C] হিমাচল প্রদেশ
[D] অরুণাচল প্রদেশ
5. সম্প্রতি, কোন রাজ্য “Senior National Women’s Football Champion 2023” শিরোপা জিতেছে?
[A] হরিয়ানা
[B] পশ্চিমবঙ্গ
[C] তামিলনাড়ু
[D] কেরালা
6. সম্প্রতি, কে ছত্তিসগড় -এর উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন?
[A] অর্জুন মুন্ডা
[B] গৌরব বল্লভ
[C] টি. এস সিংদেভ
[D] সচিন পাইলট
7. কোন দেশ “Asian Kabaddi Championship 2023” শিরোপা জিতেছে?
[A] ভারত
[B] ইরান
[C] বাংলাদেশ
[D] পাকিস্তান
8. Hindustan Unilever -এর নতুন MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] রোহিত জাবা
[B] অজয় সিনহা
[C] বিবেক কাসানা
[D] জি. ভেনুগোপাল
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |