Bengali Current Affairs MCQ: 11th January 2024 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 11th January 2024
1. সম্প্রতি, লাল পিঁপড়ে চাটনি (Red Ant Chutney); GI ট্যাগ পেয়ে। এটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?
[A] বিহার
[B] উড়িষ্যা
[C] গোয়া
[D] ঝাড়খন্ড
2. কোন দেশ 2024 সালে “UNESCO’s World Heritage Committee” এর ৪৬তম অধিবেশনের আয়োজন এবং সভাপতিত্ব করবে?
[A] ইউনাইটেড কিংডোম
[B] চীন
[C] নেপাল
[D] ভারত
3. সম্প্রতি, DRDO দ্বারা লঞ্চ অ্যাসলট রাইফেল নাম কি?
[A] অগ্নি
[B] নির্ভয়
[C] উগ্রাম
[D] তেজাস
4. নিম্নলিখিত কে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ করবেন?
[A] ড: আব্দুর রাজ্জাক
[B] ফকরুদ্দিন আহমেদ
[C] শেখ হাসিনা
[D] খালেদা জিয়া
5. ভারতীয় নৌবাহিনীর মাল্টিন্যাশনাল এক্সারসাইজ “MILAN-24” কোথায় আয়োজিত হবে?
[A] চেন্নাই
[B] বিশাখাপত্তনম
[C] মুম্বাই
[D] কোচি
6. কোন ভারতীয় রেস্টলিং প্রতিযোগিতা “Zagreb Open 2024” -এ 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?
[A] যশ টুশির
[B] অমন শেরাওয়াত
[C] দীপক পুনিয়া
[D] বিজয় কুমার
7. হকি প্রতিযোগিতা সম্প্রসারণের জন্য ” ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন” কোন সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
[A] Doordarshan
[B] Disney Hotstar
[C] Amazon Prime
[D] Viacom 18
8. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] অতুল সাক্সেনা
[B] মনীষ জৈন
[C] মনোজ কুমার শর্মা
[D] সমীর কুমার সিনহা
প্রশ্ন -উত্তরগুলি পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল -এর উপর নজর রাখুন।
Join on Telegram | Click Here |
Join Facebook | Click Here |