Bengali Gk Current Affairs
Bengali Gk Current Affairs Quiz: 19-8-2019 for competitive exams in Govt, Railway and Bank with the latest information. Bengali Gk Current Affairs Quiz: 19-8-2019 You can try our 2019 current affairs question and answer Here. This section will help you for better preparation for your job interview in the banking sector, govt exams, and railway exams.
Home > Current Affairs Quiz >Bengali Gk Current Affairs
1. ভারতের প্রথম Central Institute of Chemical Engineering & Technology (CICET) কোন রাজ্যে স্থাপনের প্রস্তাব করা হয়েছে?
[A] মহারাষ্ট্র [B] উত্তরপ্রদেশ [C] রাজস্থান [D] গুজরাট2. ‘2019 T20 Physical Disability Cricket World Series’ কোন দেশটি জিতেছে?
[A] ভারত [B] পাকিস্তান [C] ইংল্যান্ড [D] শ্রীলংকা3. Special Purpose Trust Fund (SPTF) কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্কিত?
[A] AIIB [B] United Nation [C] World Bank [D] ADB4. সম্প্রতি কোন তারিখে, World Photography Day – 2019 (WPD) পালন করা হয়েছে?
[A] 18 August [B] 21 August [C] 20 August [D] 19 August5. ‘National Institute of Health and Family Welfare (NIHFW)’ -এর কোথায় অবস্থিত?
[A] মুম্বাই [B] কানপুর [C] চন্ডিগড় [D] নিউ দিল্লি6. জাতীয় ক্রীড়া পুরষ্কার 2019-এ নিচের মধ্যে কে রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন?
[A] Ravindra Jadeja b) c) d) [B] R. Ashwin [C] Deepa Malik [D] Dipa Karmakar7. বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্প্রতি 82 বছর বয়সে দিল্লিতে মারা গেলেন?
[A] জিতন রাম মাঝি [B] জগন্নাথ মিশ্র [C] চন্দ্রশেখর সিং [D] সত্যেন্দ্র নারায়ণ সিং8. গবেষকরা কোন রাজ্যে পাঁচটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেছেন?
[A] ) অরুণাচল প্রদেশ [B] মেঘালয় [C] মণিপুর [D] আসাম9. কোন নদীতে অবৈধ বালু উত্তোলন পরীক্ষা করার জন্য NGT একটি কমিটি গঠন করেছে?
[A] গঙ্গা [B] কাবেরী [C] গোদাবরী [D] যমুনা10.বিশ্ব মানবিক দিবস কবে পালন করা হয়?
[A] 18 আগস্ট [B] 20 আগস্ট [C] 17 আগস্ট [D] 19 আগস্টCurrent Affairs Quiz: 17-18 August 2019