Current Affairs in Bengali:13 -14 December
Current Affairs in Bengali:13-14 December 2019: এই Current Affairs বিভাগটি হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc.
1. কোন রাজ্যের মন্ত্রিসভা Disha Act কে মহিলা, শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য কঠোর শাস্তি প্রদানের অনুমোদন দিয়েছে?
[A] উত্তর প্রদেশ
[B] ) মধ্য প্রদেশ
[C] তেলঙ্গানা
[D] অন্ধ্র প্রদেশ
2. কেন্দ্রীয় সরকার কোন এয়ারলাইন্সে তার শতভাগ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে?
[A] Vistara
[B] Air India
[C] Jet Airways
[D] Air Asia
3. 21 দিনের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যদণ্ডের বিধান পাস করার জন্য কোন রাজ্য প্রথম স্থান অর্জন করেছে?
[A] দিল্লি
[B] মধ্য প্রদেশ
[C] উত্তর প্রদেশ
[D] অন্ধ্র প্রদেশ
4. কতটি রাজ্যে Inner Line Permit কার্যকর করা হয়েছে?
[A] 3
[B] 4
[C] 5
[D] 6
5. Universal Health Coverage Day কবে পালিত হয়?
[A] 14th December
[B] 11th December
[C] 12th December
[D] 8th December
6. সম্প্রতি ফোর্বস প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলাদের তালিকায় নির্মলা সীতারমনকে কোন অবস্থানে রাখা হয়েছে?
[A] 22
[B] 34
[C] 51
[D] 65
7. UK elections 2019 -এ কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে?
[A] Liberal Democrats
[B] Labour Party
[C] Scottish National Party
[D] Conservative Party
8. বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন বিমানটি সম্প্রতি কোন দেশ থেকে ছেড়েছিল?
[A] রাশিয়া
[B] কানাডা
[C] আমেরিকা
[D] চীন
9. ‘ভারতের সংবিধানের ইতিহাস সম্পর্কিত ডিজিটাল প্রদর্শনী’ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
[A] ভোপাল
[B] কলকাতা
[C] মুম্বাই
[D] নিউ দিল্লী
10. রিইউনিয়ন দ্বীপপুঞ্জ, কখনও কখনও খবরে দেখা যায় কোন দেশের?
[A] নেপাল
[B] ফ্রান্স
[C] জাপান
[D] রাশিয়া
- Current Affairs in Bengali:12 December
- Current Affairs in Bengali:11 December
- Current Affairs in Bengali:10 December
- Current Affairs in Bengali: 8-9 December
- Current Affairs in Bengali: 7th December
- Current Affairs in Bengali: 6th December
- Current Affairs in Bengali: 5th December
- Current Affairs in Bengali: 4th December
- Current Affairs in Bengali: 3rd December
- Current Affairs in Bengali: 2nd December
- Current Affairs in Bengali: 1st December