1950 সালের পর গঠিত রাজ্যের তালিকা

Hi, Readers today we share 1950 সালের পর গঠিত রাজ্যের তালিকা in the Bengali Language. It will be very helpful to grow your General Knowledge (GK) power.

General Knowledge Current Affairs Quiz
Question Answer Online Mock Test

1950 সালের পর গঠিত রাজ্যের তালিকা

1. অন্ধ্রপ্রদেশ:

অন্ধ্র রাজ্য আইন ১৯৫৩ দ্বারা মাদ্রাজ রাজ্য থেকে কিছু এলাকা বার করে এনে অন্ধ্র নাম এক রাজ্য তৈরি করা হয়েছে।

2. গুজরাট ও মহারাষ্ট্র:

বোম্বে পুনর্গঠন আইন ১৯৬০ অনুযায়ী বোম্বে নগর রাজ্যকে মহারাষ্ট্র ও গুজরাট নাম দুটি বিভক্ত করা হয়।

3. কেরালা :

রাজ্য পুনর্গঠন আইন ১৯৫৬ অনুযায়ী ত্রিবাঙ্কুর ও কোচি অঞ্চল নিয়ে কেরালা রাজ্য গঠিত হয়।

4. কর্ণাটক:

মহীশূর নামক দেশীয় রাজ্য থেকে রাজ্য পুনর্গঠন আইন ১৯৫৬ অনুযায়ী তৈরি হয় এবং ১৯৭৩ সালে কর্ণাটক নামে অভিহিত হয়।

5. নাগাল্যান্ড:

নাগাল্যান্ড রাজ্য আইন ১৯৬২ অনুযায়ী অসম রাজ্যের কিছু অংশ নিয়ে এই রাজ্যটি গঠিত হয়।

6. হরিয়ানা:

পাঞ্জাব রাজ্য পুনর্গঠন আইন ১৯৬৬ দ্বারা পাঞ্জাব রাজ্যের অংশ নিয়ে হরিয়ানা রাজ্যটি গঠিত হয়।

7. হিমাচল প্রদেশ:

হিমাচল প্রদেশ রাজ্য আইন ১৯৭০ অনুযায়ী হিমাচল প্রদেশকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যে উন্নীত করা হয়।

8. মেঘালয়:

প্রথমে ১৯৬৯ সালের ২৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে অসম রাজ্যের অভ্যন্তরে মেঘালয় নামে একটি উপরাজ্য গঠিত হয়। পরবর্তীকালে উত্তর-পূর্ব অঞ্চল পুনর্গঠন আইন, ১৯৭১ অনুযায়ী এটি পূর্ন রাজ্যের মর্যাদা লাভ করে।

9. মনিপুর ও ত্রিপুরা:

এই দুটি রাজ্যই উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন আইন ১৯৭১ অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যে উন্নীত হয়।

10. সিকিম:

১৯৭৪ সালের ৩৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে প্রথমে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়। ১৯৭৫ সালের ৩৬তম সংবিধান সংশোধনের দ্বারা সিকিম সতন্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি পায়।

11. মিজোরাম:

মিজোরাম রাজ্য আইন ১৯৮৬ অনুযায়ী মিজোরামকে রাজ্য হিসাবে উন্নীত করে।

12. অরুণাচল প্রদেশ:

অরুণাচলপ্রদেশ রাজ্য আইন ১৯৮৬ অনুযায়ী এটি রাজ্য হিসবে গঠিত হয়।

13. গোয়া:

গোয়া-দমন-দিউ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গোয়া দমন -দিউ পুনর্গঠন আইন. ১৯৮৭ অনুযায়ী গোয়াকে আলাদা পূর্ন রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কিন্তু দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল রূপেই রয়ে যায়।

14. ছত্তিসগড়:

সংবিধান সংশোধন আইন ২০০০ দ্বারা মধ্যপ্রদেশকে ভাগ করে ১লা নভেম্বর ২০০০ সালে ছত্তিসগড় গঠিত হয়।

15. উত্তরাখন্ড

সংবিধান সংশোধন আইন ২০০০ দ্বারা উত্তরপ্রদেশকে ভাগ করে ৯ই নভেম্বর ২০০০ সালে উত্তরাখন্ড গঠিত হয়।

16. ঝাড়খন্ড:

সংবিধান সংশোধন আইন ২০০০ দ্বারা বিহারকে ভাগ করে ১৫ই নভেম্বর ২০০০ সালে ঝাড়খন্ড গঠিত হয়।

17. তেলেঙ্গানা:

অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠন আইন ২০১৪ অনুযায়ী অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে ২০১৪ সালের ২রা জুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

1 thought on “1950 সালের পর গঠিত রাজ্যের তালিকা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Scroll to Top