পদ্ম পুরস্কার 2020 [Static Gk MCQ-14]

পদ্ম পুরস্কার 2020 : নমস্কার, আমরা প্রায়ই বিভিন্ন পরীক্ষায় পদ্ম পুরস্কারের উপর প্রশ্ন অবশ্যই থাকে। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে পদ্ম পুরস্কারের উপর আমরা ১০ টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চিন আপনাদের সামনে নিয়ে এসেছি। আশারাখি, এই প্রশ্নগুলি পরীক্ষা প্রস্তুতিতে আপনাদের সাহায্য করবে। 

Join Our Facebook Page

পদ্ম পুরস্কার 2020 MCQ

1. 2020  সালে কতজন ব্যক্তিকে ‘পদ্ম বিভূষণ’ দেওয়া হয়েছে?

[A] ৫ জন 

[B] ৭ জন

[C] ১১ জন

[D] ১৬ জন 

Show Ans

Correct Answer: [B] ৭ জন

2. নিম্নলিখিত কে 2020 সালের ‘পদ্মভূষণ’ বিজেতা নন?

[A] পি.ভি. সিন্ধু

[B] মেরি কম

[C] এস.সি জমির

[D] আনন্দ মাহিন্দ্রা

Show Ans

Correct Answer: [B] মেরি কম

Short Note : মেরিকম ২০২০ সালে ‘পদ্মভূষণ‘ পুরস্কার পাননি। তিনি ‘পদ্ম বিভূষণ’ পুরস্কারে সম্মানিত হন। 

3. বিজয়ীদের ‘পদ্ম পুরস্কার’ কে প্রদান করেন?

[A] ভারতের প্রধানমন্ত্রী

[B] ভারতের রাষ্ট্রপতি

[C] ভারতের উপ-রাষ্ট্রপতি 

[D] সুপ্রিম কোর্টের বিচারপতি

Show Ans

Correct Answer: [B] ভারতের রাষ্ট্রপতি

Short Note : রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত ‘পদ্ম পুরস্কার’ ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়। 

4. ভারতের তৃতীয় সর্বোচ্চ পদ্ম পুরস্কার কোনটি?

[A] ভারতরত্ন

[B] পদ্মবিভূষণ

[C] পদ্মভূষণ

[D] পদ্মশ্রী

Show Ans

Correct Answer: [D] পদ্মশ্রী

Short Note : পদ্ম পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয় – পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্ৰী। পদ্ম পুরস্কারের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার হল – পদ্মশ্ৰী। প্রসঙ্গত, ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 

5. পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়?

[A] 1948 সালে

[B] 1954 সালে

[C] 1965 সালে

[D] 1985 সালে

Show Ans

Correct Answer: [B] 1954 সালে

Short Note : পদ্ম পুরষ্কার প্রতি বছর ঘোষণা করা হয়। পদ্মা পুরষ্কার বিজয়ীদের পদ্মা পুরষ্কার কমিটির প্রস্তাবের ভিত্তিতে নির্বাচিত করা হয়। এই পুরষ্কার 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 

6. কোন অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন?

[A] প্রিয়াঙ্কা চোপড়া

[B] মাধুরী দীক্ষিত

[C] শিল্পা শেট্টি

[D] কঙ্গনা রানাওয়াত

Show Ans

Correct Answer: [D] কঙ্গনা রানাওয়াত

7. 2020 সালে মোট কয়টি পদ্ম পুরস্কার প্রদান করা হয়?

[A] 118 টি 

[B] 141 টি 

[C] 116 টি 

[D] 201 টি 

Show Ans

Correct Answer: [B] 141 টি 

Short Note : পদ্ম পুরস্কারের তিনটি বিভাগে মোট 141 টি পদ্ম পুরস্কার প্রদান করা হয়। 

8. 2020 সালে মোট কতজন ব্যক্তিকে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করা হয়?

[A] 7 জন 

[B] 16 জন

[C] 141 জন 

[D] 118 জন 

Show Ans

Correct Answer: [B] 16 জন

9. 2020 সালে মোট কয়জন ব্যক্তিকে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রদান করা হয়?

[A] 7  জন 

[B] 16 জন 

[C] 118 জন 

[D] 141 জন 

Show Ans

Correct Answer: [C] 118 জন

10. ‘পদ্মবিভূষন’ পুরস্কারের প্রথম প্রাপক কে?

[A] জহরলাল নেহেরু

[B] সত্যেন্দ্রনাথ বসু

[C] ইন্দিরা গান্ধী

[D] সর্দার বল্লভভাই প্যাটেল

Show Ans

Correct Answer: [B] সত্যেন্দ্রনাথ বসু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

16 + 1 =

Scroll to Top