নমস্কার বন্ধুরা, আসন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি General Knowledge in Bengali Language [MCQ] এখানে রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি।
General Knowledge in Bengali Language
1. প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল__
[A] রক্তকোষ
[B] স্নায়ু কোষ
[C] পেশী কোষ
[D] যকৃৎ কোষ
2. গদর পার্টি কোথায় প্রতিষ্টিত হয়েছিল?
[A] নিউইয়র্ক
[B] টোকিও
[C] সানফ্রান্সিসকো
[D] লাহোর
3. হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে?
[A] অ্যালিসিন
[B] কারকিউমিন
[C] পিপেরাইন
[D] মরফিন
4. দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে_
[A] গন্ডক
[B] কোশি
[C] হুগলি
[D] শোন
5. নিম গাছের ___ অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয়।
[A] মূল
[B] কান্ড
[C] পাতা
[D] ফল
6. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি দিয়েছিলেন__
[A] নেতাজি সুভাষচন্দ্র বসু
[B] বাল গঙ্গাধর তিলক
[C] মহম্মদ ইকবাল
[D] ভগৎ সিং
7. নিচের কোন উপাদানটি আমলকীতে বেশি পরিমানে থাকে?
[A] ভিটামিন – A
[B] ভিটামিন – B
[C] ভিটামিন – C
[D] ভিটামিন – D
8. কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন_
[A] ট্রপিক চলন
[B] ট্যাটিক চলন
[C] ন্যাস্টিক চলন
[D] উপরের কোনটিই সঠিক নয়।
9. ঝিনুক ও শামুকের খোলায় কি ধরনের উপাদান থাকে_
[A] সোডিয়াম কার্বনেট
[B] ক্যালসিয়াম কার্বনেট
[C] ম্যাগনেশিয়াম কার্বনেট
[D] কোনটিই সঠিক নয়।
10. কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায়?
[A] সবুজ
[B] হলুদ
[C] লাল
[D] নীল
Read More: WB PSC Question Answer in Bengali
11. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয়?
[A] ডিজেল
[B] পেট্রোল
[C] তরল হাইড্রোজেন
[D] কোনোটিই সঠিক নয়।
12. মানুষের শরীরের কোন গ্রন্থিটি ‘Adamas Apple’ নামে পরিচিত?
[A] পিটুইটারি গ্রন্থি
[B] থাইরয়েড
[C] প্যারোটিড
[D] অগ্ন্যাশয়
13. তড়িৎদ্বার রূপে কি ব্যবহৃত হয়?
[A] গ্রাফাইট
[B] হীরক
[C] চারকোল
[D] কোক
14. কবে কোলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
[A] ১৮৫৪ খ্রি:
[B] ১৮৫৭ খ্রি:
[C] ১৮৬০ খ্রি:
[D] ১৮৭৪ খ্রি:
15. কলোসিসা কী?
[A] লেড
[B] চারকোল
[C] গ্রাফাইট
[D] কোক