Bangla Current Affairs MCQ: 3 July 2020


Hi Readers, Today we are providing  Bangla Current Affairs MCQ: 3 July 2020 [Download PDF] Bangla Current Affairs is an essential part of any kind of Competitive Exam. You can download free PDF for future use. To get Daily Current Affairs PDF.

* Like Facebook Page*

Bangla Current Affairs MCQ: 3 July 2020

1. পদ্ম পুরস্কার ২০২১ -এর জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ কবে?

[A] October 30th

[B] September 15th

[C] August 15th

[D] September 30th

Show Ans

Correct Answer: [B] September 15th

Short Note : স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ ঘোষণাপত্র অনুযায়ী, পদ্ম পুরস্কারের জন্য অনলাইন মনোনয়ন এবং সুপারিশগুলি ১ লা মে থেকে শুরুহয়েছে।

2. কোভিড -১৯ এর কারণে চাকরি হারানো প্রবাসীদের কর্মসংস্থান দেওয়ার জন্য কোন রাজ্য “Dream Kerala Project” চালু করার সিদ্ধান্ত নিয়েছে?

[A] তামিলনাড়ু

[B] কর্ণাটক

[C] তেলেঙ্গানা

[D] কেরালা

Show Ans

Correct Answer: [D] কেরালা

3. ভারত সরকার কোন আইনের অধীনে ৫৯ টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেছে?

[A] Right to Information Act

[B] The Foreign Trade (Development and Regulation) Act

[C] Information Technology (IT) Act

[D]Export-Quality Control and Inspection Act

Show Ans

Correct Answer: [C] Information Technology (IT) Act

4. ২৯ শে জুন পালিত ‘National Statistics Day’ 2020 এর থিম কী ছিল?

[A] Statistics is Life

[B] Sustainable Development Goals 3 and 5

[C] Indian statistics

[D] Honouring P. C. Mahalanobis

Show Ans

Correct Answer: [B] Sustainable Development Goals 3 and 5

5. বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?

[A] ১৯৩৩ খ্রিস্টাব্দে

[B] ১৯৪৪ খ্রিস্টাব্দে

[C] ১৯৫৫ খ্রিস্টাব্দে

[D] ১৯৬৬ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer: [B] ১৯৪৪ খ্রিস্টাব্দে

Short Note : বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা ১৯৪৪ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।

6.  Union Bank of India (UBI) -এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত?

[A] চেন্নাই

[B] নিউ দিল্লী

[C] কোলকাতা

[D] মুম্বাই

Show Ans

Correct Answer: [D] মুম্বাই

Short Note : Union Bank of India (UBI) -এর সদর দপ্তরটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই -এ অবস্থিত। 

7. National Productivity Council (NPC) কোন মন্ত্রকের অধীনে কাজ করে?

[A] Animal Husbandry, Dairying, and Fisheries ministry

[B] Rural Development ministry

[C] Home Affairs ministry

[D] Commerce and Industry ministry

Show Ans

Correct Answer: [D] Commerce and Industry ministry

8. Namdapha National Park টি কোন রাজ্যে অবস্থিত?

[A] হিমাচল প্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] অরুণাচল প্রদেশ

[D] উত্তরাখন্ড

Show Ans

Correct Answer: [C] অরুণাচল প্রদেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =

Scroll to Top