সূচিপত্র
ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকা
ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকা [PDF DOWNLOAD] ভারতীয় ক্রিকেট দল তার প্রথম ICC Cricket World Cup ১৯৮৩ সালের ২৫ শে জুন জিতেছিল। এখন পর্যন্ত সর্বমোট ১২ টি বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া সর্বাধিক সফল দেশ যেটি ৫ বার ICC Cricket World Cup জিতেছে।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই বার করে ICC Cricket World Cup জিতেছে।ভারত ১৯৮৩ ও ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ এবং১৯৭৯ সালে জিতেছিল।
পাকিস্তান এবং শ্রীলঙ্কা যথাক্রমে ১৯৯২ এবং ১৯৯৯ সালে বিশ্বকাপ জিতেছিল। ইংল্যান্ড একমাত্র দেশ যা ৩ বার ফাইনাল হেরেছে এবং ৫ বার বিশ্বকাপ আয়োজন করেছিল।
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
বিশ্বকাপ ফাইনাল ২০১৯
বিজয়ী– ইংল্যান্ড
রানার-আপ- নিউজিল্যান্ড
মার্জিন- ম্যাচ টাই (ইংল্যান্ড বাউন্ডারি কাউন্টে সুপার ওভার জিতেছে)
স্থান- লর্ডস, লন্ডন
আয়োজক দেশ- ইংল্যান্ড এবং ওয়েলস
ম্যান অফ দ্য ম্যাচ- বেন স্টোকস
ম্যান অফ দ্য সিরিজ- কেন উইলিয়ামসন
বিশ্বকাপ ফাইনাল ২০১৫
বিজয়ী– অস্ট্রেলিয়া
রানার-আপ– নিউজিল্যান্ড
মার্জিন– ৭ উইকেট
স্থান– এমসিজি, মেলবোর্ন
আয়োজক দেশ– অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
ম্যান অফ দ্য ম্যাচ– জেমস ফকনার
ম্যান অফ দ্য সিরিজ– মিচেল স্টার্ক
বিশ্বকাপ ফাইনাল ২০১১
বিজয়ী– ভারত
রানার-আপ– শ্রীলংকা
মার্জিন– ৬ উইকেট
স্থান– ওয়াংখেড়ে স্ট্যাডিয়াম, মুম্বাই
আয়োজক দেশ– ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ
ম্যান অফ দ্য ম্যাচ– মহেন্দ্র সিং ধোনি
ম্যান অফ দ্য সিরিজ– যুবরাজ সিং
বিশ্বকাপ ফাইনাল ২০০৭
বিজয়ী– অস্ট্রেলিয়া
রানার-আপ– শ্রীলংকা
মার্জিন– ৫৩ রান
স্থান– কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আয়োজক দেশ– ওয়েস্ট ইন্ডিজ
ম্যান অফ দ্য ম্যাচ– অ্যাডাম গিলক্রিস্ট
ম্যান অফ দ্য সিরিজ– গ্লেন ম্যাকগ্রাথ
বিশ্বকাপ ফাইনাল ২০০৩
বিজয়ী– অস্ট্রেলিয়া
রানার-আপ– ভারত
মার্জিন– ১২৫ রান
স্থান– ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
আয়োজক দেশ– দক্ষিন আফ্রিকা
ম্যান অফ দ্য ম্যাচ– রিকি পন্টিং
ম্যান অফ দ্য সিরিজ– সচিন টেন্ডুলকার
বিশ্বকাপ ফাইনাল ১৯৯৯
বিজয়ী– অস্ট্রেলিয়া
রানার-আপ– পাকিস্তান
মার্জিন– ৮ উইকেট
স্থান– লর্ডস, লন্ডন
আয়োজক দেশ– ইংল্যান্ড এবং ওয়েলস
ম্যান অফ দ্য ম্যাচ– শেন ওয়ার্ন
ম্যান অফ দ্য সিরিজ– ল্যান্স ক্লুসেনার
বিশ্বকাপ ফাইনাল ১৯৯৬
বিজয়ী– শ্রীলংকা
রানার-আপ– অস্ট্রেলিয়া
মার্জিন– ৭ উইকেট
স্থান– গাদ্দাফি স্ট্যাডিয়াম, লাহোর
আয়োজক দেশ– ভারত, পাকিস্তান, শ্রীলংকা
ম্যান অফ দ্য ম্যাচ– অরবিন্দ দে সিলভা
ম্যান অফ দ্য সিরিজ– সন্থ জয় সুরিয়া
বিশ্বকাপ ফাইনাল ১৯৯২
বিজয়ী– পাকিস্তান
রানার-আপ– ইংল্যান্ড
মার্জিন– ২২ রান
স্থান– মেলবোর্ন, অস্ট্রেলিয়া
আয়োজক দেশ– অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
ম্যান অফ দ্য ম্যাচ– ওয়াসিম আকরাম
ম্যান অফ দ্য সিরিজ– মার্টিন ক্রবে
বিশ্বকাপ ফাইনাল ১৯৮৭
বিজয়ী– অস্ট্রলিয়া
রানার-আপ– ইংল্যান্ড
মার্জিন– ৭ রান
স্থান– লর্ডস, লন্ডন
আয়োজক দেশ– ইংল্যান্ড
ম্যান অফ দ্য ম্যাচ– মহীনদের অমরনাথ
বিশ্বকাপ ফাইনাল ১৯৮৩
বিজয়ী– ভারত
রানার-আপ– ওয়েস্ট ইন্ডিজ
মার্জিন– ৪৩ রান
স্থান– ইডেন গার্ডেনস, কোলকাতা
আয়োজক দেশ– ভারত ও পাকিস্তান
ম্যান অফ দ্য ম্যাচ– ডেভিড বুন
বিশ্বকাপ ফাইনাল ১৯৭৯
বিজয়ী– ওয়েস্ট ইন্ডিজ
রানার-আপ– ইংল্যান্ড
মার্জিন– ৯২ রান
স্থান– লর্ডস, ইংল্যান্ড
আয়োজক দেশ– ইংল্যান্ড
ম্যান অফ দ্য ম্যাচ– ভিভ রিচার্ড
বিশ্বকাপ ফাইনাল ১৯৭৫
বিজয়ী– ওয়েস্ট ইন্ডিজ
রানার-আপ– ইংল্যান্ড
মার্জিন– ১৭ রান
স্থান– লর্ডস, ইংল্যান্ড
আয়োজক দেশ– ইংল্যান্ড
ম্যান অফ দ্য ম্যাচ–
ম্যান অফ দ্য সিরিজ– ক্লাইভ লয়েড
ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকা
Winners | Runners-up | Year |
---|---|---|
১. ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১৯৭৫ |
২. ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১৯৭৯ |
৩. ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৮৩ |
৪. অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১৯৮৭ |
৫. পাকিস্তান | ইংল্যান্ড | ১৯৯২ |
৬. শ্রীলংকা | অস্ট্রেলিয়া | ১৯৯৬ |
৭. অস্ট্রেলিয়া | পাকিস্তান | ১৯৯৯ |
৮. অস্ট্রেলিয়া | ভারত | ২০০৩ |
৯. অস্ট্রেলিয়া | শ্রীলংকা | ২০০৭ |
১০. ভারত | শ্রীলংকা | ২০১১ |
১১. অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড | ২০১৫ |
১২. ইংল্যান্ড | নিউজিল্যান্ড | ২০১৯ |
Vill- Maharajpur PO-Subhasganj PS-Raiganj Dist-Uttardnajpur State-Westbengal Pin-733134