Hi Readers, Today we are providing Bangla Current Affairs MCQ: 17 July 2020 [Download PDF] Bangla Current Affairs is an essential part of any kind of Competitive Exam. You can download free PDF for future use. To get Daily Current Affairs PDF.
Bangla Current Affairs MCQ: 17 July 2020
1. নবনির্বাচিত রাজ্যসভার সাংসদরা কবে শপথ গ্রহণ করবেন?
[A] 20 জুলাই
[B] 22 জুলাই
[C] 30 জুলাই
[D] 31 জুলাই
2. নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসটি কবে পালন করা হয়?
[A] 31 জুলাই
[B] 20 শে জুলাই
[C] 18 জুলাই
[D] 22 জুলাই
3. মেলঘাট টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] কর্ণাটক
[D] পশ্চিমবঙ্গ
4. আন্দামান ও নিকোবারের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে?
[A] দেবেন্দ্র কুমার জোশী
[B] দিনেশ্বর শর্মা
[C] প্রফুল প্যাটেল
[D] কিরণ বেদি
5. নিখোঁজ শিশুদের সন্ধানের জন্য কোন রাজ্য সরকার ‘অপারেশন মুসকান’ চালু করেছে?
[A] মহারাষ্ট্র
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ
6. সম্প্রতি খবরে থাকা Unesco World Heritage site ‘হাজিয়া সোফিয়া’ কোন দেশে অবস্থিত?
[A] ইরান
[B] তুর্কি
[C] সৌদি আরব
[D] ইসরায়েল
7. কে বাংলাদেশে নতুন হাই কমিশনার পদে নিযুক্ত হয়েছেন?
[A] Harsh Vardhan Shringla
[B] Rudrendra Tandon
[C] Vikram Doraiswami
[D] Navtej Sarna
8. শ্রী পদ্মনাভস্বামী মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত?
[A] তামিলনাড়ু
[B] কর্ণাটক
[C] অন্ধ্রপ্রদেশ
[D] কেরালা