Home > State Wise GK >Assam Gk Question Answer in Bengali: নমস্কার, বন্ধুরা আমরা ভারতের প্রতিটি রাজ্যের উপর কিছু Mulitple Choice Questions প্রস্তুতু করেছি। তবে আজকে আমরা Assam রাজ্যের উপর 30 MCQ প্রশ্ন -উত্তর নিয়ে এসেছি। আমরা আগামী সময়ে সব রাজ্যের উপর প্রশ্ন উত্তর নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
Assam Gk Question Answer in Bengali
1) কত খ্রিস্টাব্দে আসামের রাজধানী শিলং থেকে ডিসপুর স্থান্তরিত করা হয়?
[A] ১৯৫০ খ্রিস্টাব্দে
[B] ১৯৫৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৭১ খ্রিস্টাব্দে
[D] ১৯৭৩ খ্রিস্টাব্দে
2) আসামে জাতীয় উদ্যানের মোট সংখ্যা হল__
[A] ৩ টি
[B] ৪ টি
[C] ৫ টি
[D] ৭ টি
3) আসামের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন_
[A] তরুণ রাম ফাকুন
[B] গোপীনাথ বোর্দোলোই
[C] বিষ্ণুরাম মেধী
[D] উপরের কোনটিই সঠিক নয়।
4) নিচের কোনটি প্রথম অসমীয় উপন্যাস?
[A] Mirijiyori
[B] Podum Kunwari
[C] Sudharmar Upakhyan
[D] Bhanumati
5) “জ্ঞানপীঠ” পুরস্কার প্রাপ্ত প্রথম অসীময় হলেন_
[A] হেমচন্দ্র বড়ুয়া
[B] ভুপেন হাজারিকা
[C] ইন্দিরা গোস্বামী
[D] বীরেন্দ্র কুমার ভট্টাচার্য
6) আসামে মোট জেলার সংখ্যা__
[A] ২৯ টি
[B] ৩১ টি
[C] ৩৩ টি
[D] ৩৫ টি
7) মহাত্মা গান্ধী প্রথম ____ খ্রিস্টাব্দে অসম সফরে গিয়েছিলেন।
[A] ১৯১৮
[B] ১৯১৯
[C] ১৯২০
[D] ১৯২১
8) কোন জেলায়, “গরমপানি বন্যজীবন অভয়ারণ্য”টি অবস্থিত?
[A] ডিব্রুগড়
[B] কোলাঘাট
[C] কার্বি আংলঙ
[D] শিবসাগর
9) কত খ্রিস্টাব্দে, আসামে National Games অনুষ্ঠিত হয়?
[A] 2002
[B] 2004
[C] 2005
[D] 2007
10) ‘Guwahati Tea Auction Centre’ কবে স্থাপিত হয়_
[A] 1970
[B] 1974
[C] 1975
[D] 1977
11) আসামের ম্যানচেস্টার নাম পরিচিত____ শহরটি।
[A] Diphu
[B] Jorhat
[C] Digboi
[D] Sualkuchi
12) আসামের কোন শহরে এশিয়ার বৃহত্তম শুঁটকি মাছের বাজার রয়েছে?
[A] ধুবুরি
[B] ট্যাংলা
[C] তিনসুকিয়া
[D] জাগিরোড
13) গুয়াহাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল__
[A] 1935
[B] 1948
[C] 1942
[D] 1950
14) আসামে সংসদীয় আসনের মোট সংখ্যা__
[A] ১২ টি
[B] ১৪ টি
[C] ১৬ টি
[D] ২৩ টি
15) ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, অসমের স্বাক্ষরতার হার কত?
[A] ৭৮.১২ শতাংশ
[B] ৭২.১৯ শতাংশ
[C] ৭২.২৫ শতাংশ
[D] ৭৩.৯৮ শতাংশ