Assam Gk Question Answer in Bengali

Home > State Wise GK >Assam Gk Question Answer in Bengali: নমস্কার, বন্ধুরা আমরা ভারতের প্রতিটি রাজ্যের উপর কিছু Mulitple Choice Questions প্রস্তুতু করেছি। তবে আজকে আমরা Assam রাজ্যের উপর 30 MCQ প্রশ্ন -উত্তর নিয়ে এসেছি। আমরা আগামী সময়ে সব রাজ্যের উপর প্রশ্ন উত্তর নিয়ে আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।

* Like Facebook Page*

Assam Gk Question Answer in Bengali

1) কত খ্রিস্টাব্দে আসামের রাজধানী শিলং থেকে ডিসপুর স্থান্তরিত করা হয়?

[A] ১৯৫০ খ্রিস্টাব্দে

[B] ১৯৫৫ খ্রিস্টাব্দে

[C] ১৯৭১ খ্রিস্টাব্দে

[D] ১৯৭৩ খ্রিস্টাব্দে

Show Ans

Correct Answer: [D] ১৯৭৩ খ্রিস্টাব্দে

2) আসামে জাতীয় উদ্যানের মোট সংখ্যা হল__

[A] ৩ টি 

[B] ৪ টি 

[C] ৫ টি 

[D] ৭ টি

Show Ans

Correct Answer: [C] ৫ টি 

3) আসামের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন_

[A] তরুণ রাম ফাকুন

[B] গোপীনাথ বোর্দোলোই

[C] বিষ্ণুরাম মেধী

[D] উপরের কোনটিই সঠিক নয়। 

Show Ans

Correct Answer: [B] গোপীনাথ বোর্দোলোই

4) নিচের কোনটি প্রথম অসমীয় উপন্যাস?

[A] Mirijiyori

[B] Podum Kunwari

[C] Sudharmar Upakhyan

[D] Bhanumati

Show Ans

Correct Answer: [D] Bhanumati

5) “জ্ঞানপীঠ” পুরস্কার প্রাপ্ত প্রথম অসীময় হলেন_

[A] হেমচন্দ্র বড়ুয়া

[B] ভুপেন হাজারিকা

[C] ইন্দিরা গোস্বামী

[D] বীরেন্দ্র কুমার ভট্টাচার্য

Show Ans

Correct Answer: [D] বীরেন্দ্র কুমার ভট্টাচার্য

6) আসামে মোট জেলার সংখ্যা__

[A] ২৯ টি 

[B] ৩১ টি 

[C] ৩৩ টি 

[D] ৩৫ টি

Show Ans

Correct Answer: [C] ৩৩ টি 

7) মহাত্মা গান্ধী প্রথম ____ খ্রিস্টাব্দে অসম সফরে গিয়েছিলেন। 

[A] ১৯১৮

[B] ১৯১৯

[C] ১৯২০

[D] ১৯২১

Show Ans

Correct Answer: [D] ১৯২১

8) কোন জেলায়, “গরমপানি বন্যজীবন অভয়ারণ্য”টি অবস্থিত?

[A] ডিব্রুগড়

[B] কোলাঘাট

[C] কার্বি আংলঙ

[D] শিবসাগর

Show Ans

Correct Answer: [C] কার্বি আংলঙ

9) কত খ্রিস্টাব্দে, আসামে National Games অনুষ্ঠিত হয়?

[A] 2002

[B] 2004

[C] 2005

[D] 2007

Show Ans

Correct Answer: [D] 2007

10) ‘Guwahati Tea Auction Centre’ কবে স্থাপিত হয়_

[A] 1970

[B] 1974

[C] 1975

[D] 1977

Show Ans

Correct Answer: [A] 1970

11) আসামের ম্যানচেস্টার নাম পরিচিত____ শহরটি। 

[A] Diphu

[B] Jorhat

[C] Digboi

[D] Sualkuchi

Show Ans

Correct Answer: [D] Sualkuchi

12) আসামের কোন শহরে এশিয়ার বৃহত্তম শুঁটকি মাছের বাজার রয়েছে?

[A] ধুবুরি

[B] ট্যাংলা

[C] তিনসুকিয়া

[D] জাগিরোড

Show Ans

Correct Answer: [D] জাগিরোড

13) গুয়াহাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল__

[A] 1935

[B] 1948

[C] 1942

[D] 1950

Show Ans

Correct Answer: [B] 1948

14) আসামে সংসদীয় আসনের মোট সংখ্যা__

[A] ১২ টি 

[B] ১৪ টি 

[C] ১৬ টি 

[D] ২৩ টি

Show Ans

Correct Answer: [B] ১৪ টি 

15) ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, অসমের স্বাক্ষরতার হার কত?

[A] ৭৮.১২ শতাংশ

[B] ৭২.১৯ শতাংশ

[C] ৭২.২৫ শতাংশ

[D] ৭৩.৯৮ শতাংশ

Show Ans

Correct Answer: [B] ৭২.১৯ শতাংশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

12 + 13 =

Scroll to Top