বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 8 August 2020

বাংবাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 8 August 2020 :প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 8 August 2020

1. নিম্নলিখিত কে ১৪ তম Comptroller and Auditor General (CAG) পদে নিযুক্ত হয়েছেন?

[A] প্রদীপ কুমার যোশী

[B] অরবিন্দ সাক্সেনা

[C] গিরিশ চন্দ্র মুর্মু

[D] হর দয়াল প্রাসাদ

Show Ans

Correct Answer: [C] গিরিশ চন্দ্র মুর্মু

Short Note :  ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 148 আর্টিকেলের সেকশন 1 -এর ক্ষমতা অনুযায়ী গিরিশ চন্দ্র মুর্মু -কে ১৪ তম Comptroller and Auditor General (CAG) পদে নিযুক্ত হয়েছেন করেছেন। 

2. Union Public Service Commission (UPSC) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?

[A] রাজীব মহর্ষি

[B] অরবিন্দ সাক্সেনা

[C] প্রদীপ কুমার জোশি

[D] গিরিশ চন্দ্র মুর্মু

Show Ans

Correct Answer: [C] প্রদীপ কুমার জোশি

Short Note : Union Public Service Commission (UPSC) -এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন প্রদীপ কুমার জোশি।

Union Public Service Commission (UPSC) -এর গঠন হয় 1926 সালের 1 লা অক্টোবর। এই সংস্থাটির সদরদপ্তর অবস্থিত – নিউ দিল্লিতে। 

3. “Amazing Ayodhya” শীর্ষক বইটি কে রচনা করেছেন?

[A] অশ্বিন সংহি

[B] মুকুল দেভা

[C] কিশ্বর দেশাই

[D] নিনা রায়

Show Ans

Correct Answer: [D] নিনা রায়

4. 2020 সালের 7 আগস্ট National handloom day -এর কোন সংস্করণটি পালিত হয়েছিল?

[A] তৃতীয়

[B] চতুর্থ

[C] পঞ্চম

[D] ষষ্ঠ

Show Ans

Correct Answer: [D] ষষ্ঠ

5. Life Insurance Corporation of India (LIC) -এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত?

[A] কোলকাতা

[B] পুনে

[C] নিউ দিল্লী

[D] মুম্বাই

Show Ans

Correct Answer: [D] মুম্বাই

Short Note: Life Insurance Corporation of India (LIC) -এর সদর দপ্তরটি মুম্বাই -এ অবস্থিত।

ভারত সরকার 1956 সালের 1লা সেপ্টেম্বর LIC -এর গঠন করেন। 

Download Monthly Current Affairs PDF

* Like Facebook Page*

*Join Telegram*

You May Also Like:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Scroll to Top