ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ৫
ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ৫ : ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই অপরিসীম। ভারতীয় সংবিধান একটি বৃহৎ বিষয়। পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা অধ্যায় ভিত্তিক ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেট – ৫ নিয়ে এসেছি। আশা রাখি এই প্রশ-গুলি তোমাদের ভালো লাগবে।
অধ্যায় – মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য
1) ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে?
[A] প্রথম অধ্যায়
[B] দ্বিতীয় অধ্যায়
[C] তৃতীয় অধ্যায়
[D] চতুর্থ অধ্যায়
2) সংবিধানের কোন ধারায় ‘সাম্যের অধিকার’ উল্লিখিত আছে?
[A] ১৯-২২ নং
[B] ১৪-১৮ নং
[C] ২৩-২৪ নং
[D] ১৯-২১ নং
3) সংবিধানের কত নম্বর ধারায় ‘শিক্ষা ও সংস্কৃতি’ সম্পর্কিত মৌলিক অধিকার বর্ণিত আছে?
[A] ১৯-২২ নং ধারা
[B] ১৪-১৮ নং ধারা
[C] ২৫-২৮ নং ধারা
[D] ২৯-৩০ নং ধারা
4) সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না?
[A] ২০ নং ধারা
[B] ২০ (১) নং ধারা
[C] ২০ (২) নং ধারা
[D] ২০ (৩) নং ধারা
5) ‘সরকারি চাকুরীতে সমানাধিকার’ এটি কোন ধরনের মৌলিক অধিকার?
[A] স্বাধীনতার অধিকার
[B] শোষনের বিরুদ্ধে অধিকার
[C] শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
[D] সাম্যের অধিকার
6) জরুরি অবস্থা জারি হলেও, কোন মৌলিক অধিকারটি বাতিল করা যায় না?
[A] সংঘ ও সমিতি
[B] বাক স্বাধীনতা
[C] সমবেত হওয়ার অধিকার
[D] জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার
7) নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়?
[A] শোষনের বিরুদ্ধে অধিকার
[B] আইনের চোখে সবাই সমান
[C] ধর্মীয় স্বাধীনতা
[D] সম কাজে সম বেতন
8) বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণিত আছে?
[A] দশটি
[B] এগারোটি
[C] বারোটি
[D] তেরোটি
9) কত বছরের কম বয়সীদের কারখানা ও খনি খনিতে নিযুক্ত করা যায় না?
[A] ১২ বছর
[B] ১৪ বছর
[C] ১৮ বছর
[D] ২০ বছর
10) সুপ্রিম কোর্ট কতগুলি লেখ জারি করতে পারে?
[A] ২ টি
[B] ৩ টি
[C] ৫ টি
[D] ৬ টি
11) ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয়?
[A] ১৯৭১ সালে
[B] ১৯৭২ সালে
[C] ১৯৭৫ সালে
[D] ১৯৭৬ সালে
12) কোন দেশের সংবিধান থেকে মৌলিক কর্তব্যগুলি গৃহীত হয়েছে?
[A] আমেরিকা যুক্তরাষ্ট্র
[B] ফ্রান্স
[C] রাশিয়া
[D] জার্মানি
13) মৌলিক অধিকারগুলির উপর স্থগিতাদেশ জারি করতে পারেন__
[A] রাজ্যপাল
[B] আইনমন্ত্রী
[C] রাষ্ট্রপতি
[D] প্রধানমন্ত্রী
14) ভারতীয় সংবিধানের কত নং ধারায় সম্পত্তির অধিকার উল্লিখিত রয়েছে?
[A] 300 A ধারায়
[B] 301 A ধারায়
[C] 302 A ধারায়
[D] 302 B নং ধারায়
15) ভারত সরকার কোন ধারা অনুসারে ‘ভারতরত্ন’ সহ সকল সামরিক সম্মান প্রদান করে?
[A] ১৬ নং
[B] ১৭ নং
[C] ১৮ নং
[D] ১৯ নং
Indian Constitution & Polity MCQ – Set 1
Indian Constitution & Polity MCQ – Set 2
Indian Constitution & Polity MCQ – Set 3
Indian Constitution & Polity MCQ – Set 4
Indian Constitution & Polity MCQ – Set 5
Indian Constitution & Polity MCQ – Set 6
Indian Constitution & Polity MCQ – Set 7
ভারতীয় সংবিধান প্রণয়নের ঐতিহাসিক পেক্ষাপট
গণপরিষদ গঠন ও সংবিধান রচনার প্রক্রিয়া