বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 19 August 2020
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 19 August 2020: প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
1. কোন রাজ্যের Manduadih Railway Station -এর নাম পরিবর্তন করে Banaras Railway Station রাখা হয়েছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] মহারাষ্ট্র
2. রাকেশ আস্থানা কোন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন?
[A] National Security Guard (NSG)
[B] Central Industrial Security Force (CISF)
[C] Sashastra Seema Bal (SSB)
[D] Border Security Force (BSF)
3. সম্প্রতি খবরে থাকা Death Valley National Park টি অবস্থিত?
[A] জার্মানি
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] ফ্রান্স
[D] সৌদি আরব
4. ভারতের জাতীয় নদী কোনটি?
[A] কৃষ্ণা
[B] গঙ্গা
[C] কাবেরী
[D] গোদাবরী
5. বাৎসরিক ‘World Photography Day’ কবে পালিত হয়?
[A] 25 আগস্ট
[B] 19 আগস্ট
[C] 18 আগস্ট
[D] 20 আগস্ট
Download Monthly Current Affairs PDF