বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 19-20 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 19 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 19 August 2020: প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

1. কোন রাজ্যের Manduadih Railway Station -এর নাম পরিবর্তন করে Banaras Railway Station রাখা হয়েছে?

[A] মধ্যপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] গুজরাট

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [B] উত্তরপ্রদেশ

Short Note : স্বরাষ্ট্র মন্ত্রক, উত্তরপ্রদেশের মান্দুয়াডিহ রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তন করে ‘বেনারস রেলওয়ে স্টেশন ‘ নামকরণের অনুমোদন দিয়েছে।

2. রাকেশ আস্থানা কোন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন?

[A] National Security Guard (NSG)

[B] Central Industrial Security Force (CISF)

[C] Sashastra Seema Bal (SSB)

[D] Border Security Force (BSF)

Show Ans

Correct Answer: [D] Border Security Force (BSF)

Short Note: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ACC (Appointments Committee of the Cabinet) 1984 ব্যাচের IPS অফিসার রাকেশ আস্থানা -কে সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) -এর Director General (DG) পদে নিযুক্ত করেছে। 

3. সম্প্রতি খবরে থাকা Death Valley National Park টি  অবস্থিত?

[A] জার্মানি

[B] আমেরিকা যুক্তরাষ্ট্র

[C] ফ্রান্স

[D] সৌদি আরব

Show Ans

Correct Answer: [B] আমেরিকা যুক্তরাষ্ট্র

Short Note :

4. ভারতের জাতীয় নদী কোনটি?

[A] কৃষ্ণা

[B] গঙ্গা

[C] কাবেরী

[D] গোদাবরী

Show Ans

Correct Answer: [B] গঙ্গা

5. বাৎসরিক ‘World Photography Day’ কবে পালিত হয়?

[A] 25 আগস্ট

[B] 19 আগস্ট

[C] 18 আগস্ট

[D] 20 আগস্ট

Show Ans

Correct Answer: [B] 19 আগস্ট

Download Monthly Current Affairs PDF

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =

Scroll to Top