বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 27 August 2020
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 27 August 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
1. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 25 আগস্ট 2020 তারিখে কোন মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে?
[A] ইউরোপ
[B] এশিয়া
[C] আফ্রিকা
[D] দক্ষিন আমেরিকা
2. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী নিম্নলিখিত কোন দুটি দেশ পোলিও মুক্ত হয়নি?
[A] ভারত, বাংলাদেশ
[B] আফগানিস্তান, পাকিস্তান
[C] নাইজেরিয়া, জাম্বিয়া
[D] বাংলাদেশ, ব্রাজিল
3. মাদার তেরেসার 110 তম জন্মবার্ষিকী কবে পালিত হয়েছে?
[A] 23 শে আগস্ট
[B] 24 শে আগস্ট
[C] 25 শে আগস্ট
[D] 26 শে আগস্ট
4. কোন দেশ 2021 সালে BRICS ক্রীড়ার আয়োজন করবে?
[A] চীন
[B] দক্ষিন আফ্রিকা
[C] ভারত
[D] রাশিয়া
5. Indian Energy Exchange (IEX) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] হায়দ্রাবাদ
[B] দিল্লী
[C] পাটনা
[D] পুনে
6. ‘Simlipal National Park’ জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
[A] ঝাড়খন্ড
[B] আসাম
[C] পশ্চিমবঙ্গ
[D] উড়িষ্যা
7. ‘Manas National Park’ কোন রাজ্যে অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] আসাম
[C] বিহার
[D] পশ্চিমবঙ্গ
8. ‘Modhera Sun Temple’ কোন রাজ্যে অবস্থিত?
[A] মহারাষ্ট্র
[B] কর্ণাটক
[C] মধ্যপ্রদেশ
[D] গুজরাট
Download Monthly Current Affairs PDF