Daily Current Affairs in Bengali PDF: 1 September 2020

Daily Current Affairs in Bengali PDF: 1 September 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

Daily Current Affairs in Bengali PDF: 1 September 2020

1. কোন রাজ্য ভারতের প্রথম “আন্তর্জাতিক মহিলা বাণিজ্য কেন্দ্র” চালু করতে চলেছে?

[A] কর্ণাটক

[B] কেরালা

[C] অন্ধ্রপ্রদেশ

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] কেরালা

2. সম্প্রতি কত তম India-Singapore Defence Policy Dialogue (DPD) অনুষ্ঠিত হয়েছিল?

[A] 12 তম

[B] 13 তম

[C] 14 তম

[D] 15 তম

Show Ans

Correct Answer: [C] 14 তম

3. Medical Council of India (MCI), কোন মডিউলটি MBBS কোর্স সংযুক্ত করেছে?

[A] Virology

[B] Plasma technology

[C] Pandemic management

[D] Immunology

Show Ans

Correct Answer: [C] Pandemic management

4. জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়?

[A] 26 August

[B] 29 August

[C] 27 August

[D] 28 August

Show Ans

Correct Answer: [B] 29 August

Short Note: বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 29 August জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। 

5. কোন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পেনশন ধারীদের জন্য ‘পেনশন কর্নার’ নামক মোবাইল অ্যাপ চালু করেছে?

[A] BSF

[B] CRPF

[C] CISF

[D] ITBP

Show Ans

Correct Answer: [C] CISF – Central Industrial Security Force 

6. ভারত কোন দেশের সঙ্গে যৌথ্যভাবে ‘International Chess Olympiad’ জিতেছে?

[A] দক্ষিন কোরিয়া

[B] জাপান

[C] জার্মানি

[D] রাশিয়া

Show Ans

Correct Answer: [D] রাশিয়া

7. মোস্তফা আদিব কোন দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন?

[A] তুর্কি

[B] লেবানন

[C] জাপান

[D] বেলারুশ

Show Ans

Correct Answer: [B] লেবানন

8. চারু সিনহা কোন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রথম Inspector General পদে নিযুক্ত হলেন?

[A] BSF

[B] ITBP

[C] CRPF

[D] CISF

Show Ans

Correct Answer: [C] CRPF

Short Note :

9. ‘Tarapur Atomic Power Station’ কোন রাজ্যে অবস্থিত?

[A] উত্তরাখন্ড

[B] হিমাচল প্রদেশ

[C] উত্তরপ্রদেশ 

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [D] মহারাষ্ট্র

10. ”The banker to every Indian” কোন ব্যংকের ট্যাগলাইন?

[A] পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

[B] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

[C] বন্ধন ব্যাঙ্ক

[D] ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Show Ans

Correct Answer: [B] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

 

Download Pdf File

*Join Telegram*

Download Monthly Current Affairs PDF

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Scroll to Top