Daily Current Affairs in Bengali PDF: 3 September 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
Daily Current Affairs in Bengali PDF: 3 September 2020
1. World Coconut Day কবে পালিত হয়?
[A] 3 সেপ্টেম্বর
[B] 2 সেপ্টেম্বর
[C] 1 সেপ্টেম্বর
[D] 4 সেপ্টেম্বর
2. কোন রাজ্য বিদ্যুৎ চুরি রুখতে একধরনের পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] বিহার
[D] ঝাড়খন্ড
3. মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল কে?
[A] জগদীশ মুখী
[B] জগদীশ ধনকর
[C] আনন্দিবেন প্যাটেল
[D] ভগৎ সিং খোশ্যারি
4. ৫১ তম International Film Festival of India (IFFI) কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে?
[A] দিল্লী
[B] মহারাষ্ট্র
[C] তেলেঙ্গানা
[D] গোয়া
5. কোন দেশ বিশ্বের বৃহত্তম Solar Tree স্থাপিত করেছে?
[A] আমেরিকা
[B] রাশিয়া
[C] নিউজিল্যান্ড
[D] ভারত
6. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কোন মাসকে পুষ্টি মাস বা Nutrition month হিসাবে পালনের কথা বলেন?
[A] সেপ্টেম্বর
[B] অক্টোবর
[C] নভেম্বর
[D] ডিসেম্বর
7. ‘Belgian Grand Prix 2020’ জিতেছে?
[A] Max Verstappen
[B] Lewis Hamilton
[C] Daniel Ricciardo
[D] Valtteri Bottas
8. Parambikulam Tiger Reserve কোন জেলায় অবস্থিত?
[A] Karnataka
[B] Tamil Nadu
[C] Andhra Pradesh
[D] Kerala
Download Pdf File
Download Monthly Current Affairs PDF