Current Affairs in Bengali PDF: 7th October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
Current Affairs in Bengali PDF: 7th October 2020
1. তিন বিজ্ঞানী Roger Penrose, Andrea Ghez এবং Reinhard Genzel কোন বিভাগে 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছেন?
[A] রসায়ন বিজ্ঞান
[B] পদার্থ বিজ্ঞান
[C] চিকিৎসা
[D] সাহিত্য
2. ‘BRICS Summit 2020’ কবে অনুষ্ঠিত হবে?
[A] 20 অক্টোবর
[B] 25 অক্টোবর
[C] 15 নভেম্বর
[D] 17 নভেম্বর
3. 2020 সালের বিহার বিধানসভা নির্বাচন ফলাফল কবে ঘোষণা করা হবে?
[A] 30 অক্টোবর
[B] 10 নভেম্বর
[C] 20 নভেম্বর
[D] 25 নভেম্বর
4. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ‘Yudh Pradushan Ke Virudh’ নামক দূষণ বিরোধী অভিযান শুরু করেছে?
[A] লাদাখ
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] দিল্লী
5. ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ দ্বারা নির্মিত 100 % সৌরবিদ্যুৎ চালিত বিমানবন্দরটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?
[A] দিল্লী
[B] গুজরাট
[C] মধ্যপ্রদেশ
[D] পুদুচেরি
Current Affairs in Bengali PDF
6. বিখ্যাত মরিচ (Chilli) ‘Dalle Khursani’ সম্প্রতি কোন রাজ্য থেকে GI ট্যাগ পেয়েছে?
[A] গুজরাট
[B] কর্ণাটক
[C] অরুণাচল প্রদেশ
[D] সিকিম
7. নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় হলেন?
[A] সি. ভি. রমন
[B] রবীন্দ্রনাথ ঠাকুর
[C] হরগোবিন্দ খুরানা
[D] অমর্ত্য সেন
8. ‘Securities & Exchange Board of India’ -এর বর্তমান চেয়ারম্যান হলেন?
[A] রাজীব কুমার
[B] ভি. কে পাল
[C] অজিত ডোভাল
[D] অজয় ত্যাগী
9. মহাকাশে পাঠানো মানব নির্মিত প্রথম উপগ্রহ কোনটি?
[A] Juno – I
[B] Lambada – A
[C] Soyuz – U
[D] Sputnik – 1
10. DRDO -এর বর্তমান চেয়ারম্যান হলেন__
[A] রাজীব কুমার
[B] সতীশ রেড্ডি
[C] অমিত মিশ্রা
[D] সুধীর মিশ্রা
To Download Bangla Current Affairs MCQ: 7th October 2020 – Click Here
For More Daily Current Affairs – Click Here