Current Affairs in Bengali PDF: 10th October 2020
Current Affairs in Bengali PDF: 10th October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
1. উপভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক বিতরণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে?
[A] নীতিন গডকড়ি
[B] প্রকাশ জাভেদকার
[C] পীযূষ গোয়েল
[D] ধর্মেন্দ্র প্রধান
2. নিম্নলিখিত কে Nobel Peace Prize 2020 পেয়েছেন?
[A] World Health Organization
[B] World Food Programme
[C] Donald Trump
[D] Jacinda Ardern
3. বিশ্ব ব্যাঙ্কের মতে অর্থ বছর – 21 -এ ভারতের আনুমানিক GDP -এর হার কত?
[A] -5.3%
[B] -12.3%
[C] -9.6%
[D] -7.3%
4. নিম্নলিখিত কে RBI -এর নতুন ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হয়েছেন?
[A] সুরেশ কুমার শেঠি
[B] এম রাজেশ্বর রাও
[C] জে. ভেঙ্কটরামু
[D] রজনীশ কুমার
Current Affairs in Bengali PDF
5. ‘নকরেক ন্যাশনাল পার্ক’ টি কোন রাজ্যে অবস্থিত?
[A] সিকিম
[B] আসাম
[C] ত্রিপুরা
[D] মেঘালয়
6. কোন রাজ্য ‘Mukhya Mantri Saur Swarojgar Yojana’ শুরু করেছে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরাখন্ড
[C] হিমাচল প্রদেশ
[D] দিল্লী
7. ‘World Post Day’ কবে পালিত হয়?
[A] 8 অক্টোবর
[B] 9 অক্টোবর
[C] 10 অক্টোবর
[D] 11 অক্টোবর
8. World Egg Day 2020 কবে পালিত হয়?
[A] 10 অক্টোবর
[B] 8 অক্টোবর
[C] 11 অক্টোবর
[D] 9 অক্টোবর
To Download Bangla Current Affairs MCQ: 9th October 2020 – Click Here
For More Daily Current Affairs – Click Here