Current Affairs in Bengali PDF: 20th October 2020

Current Affairs in Bengali PDF: 20th October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

Current Affairs in Bengali PDF: 20th October 2020

1. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘মিশন শক্তি’ একটি কর্মসূচি শুরু করেছে?

[A] মধ্যপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] মহারাষ্ট্র

[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [B] উত্তরপ্রদেশ

Short Note : 17 অক্টোবর 2020 তারিখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে ‘মিশন শক্তি’ নামক একটি কর্মসূচি শুরু করেছে। 

2. Broadcast Audience Research Council (BARC) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] দিল্লী

[B] মুম্বাই

[C] কোলকাতা

[D] ভোপাল

Show Ans

Correct Answer: [B] মুম্বাই

Short Note : Broadcast Audience Research Council (BARC) -এর সদরদপ্তর মুম্বাই -এ অবস্থিত। এর প্রতিষ্টা হয় – 2010 সালে। 

3. কোন সংস্থা 2020 সালের নভেম্বর মাসে Food Safety Compilance System (FosCos) চালু করার পরিকল্পনা করেছে?

[A] Food & Agriculture Organization

[B] World Food Safety Organisation

[C] Food Safety and Standars Authority of India

[D] Ministry of Food Processing Industries

Show Ans

Correct Answer: [C] Food Safety and Standars Authority of India

Short Note : Food Safety and Standars Authority of India (FSSAI) ঘোষণা করেছে যে, 2020 সালের 1 লা নভেম্বর তারিখ থেকে সারা ভারতবর্ষে Food Safety Compilance System (FosCos) কার্যকর হবে। 

4. সম্প্রতি নিউজিলান্ডের প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হয়েছেন?

[A] Aava Murto

[B] Jacinda Ardren

[C] Constantina Dita

[D] Sanna Marine

Show Ans

Correct Answer: [B] Jacinda Ardren

Short Note : লেবার পার্টির নেতা Jacinda Ardren 2020 সালের সাধারণ নির্বাচনে দ্বিতীয়বার জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে 49% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

5. হিমায়ত সাগর হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?

[A] উড়িষ্যা

[B] মহারাষ্ট্র

[C] তেলেঙ্গানা

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [C] তেলেঙ্গানা

Short Note : তেলেঙ্গানার

  • রাজধানী – হায়াদ্রাবাদ,
  • মুখ্যমন্ত্রী – কে. চন্দ্রশেখর রাও,
  • রাজ্যপাল – তামিলিসাই সুন্দররাজান

6. কাটি বিহু উৎসবটি কোন রাজ্যে উদযাপিত হয়?

[A] মনিপুর

[B] আসাম

[C] মেঘালয়

[D] নাগাল্যান্ড

Show Ans

Correct Answer: [B] আসাম

Short Note : আসামের-

  • রাজধানী – গৌহাটি
  • মুখ্যমন্ত্রী – সর্বানন্দ সানোয়াল
  • রাজ্যপাল – জগদীশ মুখী

7. আয়ারল্যান্ডের রাজধানী হল_

[A] ডাবলিন

[B] হারারে

[C] থিম্পু

[D] জেনেভা

Show Ans

Correct Answer: [A] ডাবলিন

Short Note : আয়ারল্যান্ডের রাজধানী হল – ডাবলিন এবং মুদ্রা হল – ইউরো। 

8. ক্রিকেটার উমর গুল কোন দেশের কোন বাসিন্দা?

[A] বাংলাদেশ

[B] পাকিস্তান

[C] আফগানিস্তান

[D] সংযুক্ত আরব আমিরাত

Show Ans

Correct Answer: [B] পাকিস্তান

Short Note : সম্প্রতি পাকিস্তানের 36 বছর বয়সী ক্রিকেটার উমর গুল অবসরের ঘোষণা করেছেন। 

To Download Bangla Current Affairs MCQ: 19th October 2020 – Click Here

For More Daily Current Affairs – Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

nine + five =

Scroll to Top