Daily Current Affairs Quiz: 17th November 2020

Daily Current Affairs Quiz: 17th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 17th November 2020

1. International Day for Tolerance বা আন্তর্জাতিক অসহিষ্ণুতা দিবস কবে পালিত হয়?

[A] 14 নভেম্বর

[B] 15 নভেম্বর

[C] 16 নভেম্বর

[D] 17 নভেম্বর

Show Ans

Correct Answer: [C] 16 নভেম্বর

Short Note: এই দিনটি পালনের মূল্য হল – সার্বজনীন মানবাধিকার এবং মৌলিক অধিকার নিশ্চিত করা। 

2. “National Press Day” কবে পালিত হয়?

[A] 15 নভেম্বর

[B] 16 নভেম্বর

[C] 17 নভেম্বর

[D] 18 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 16 নভেম্বর

3. জাতীয় শিক্ষা দিবস কার কার জন্মদিন উপলক্ষে পালিত হয়?

[A] জওহরলাল নেহেরু

[B] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

[C] ড: বল্লভ ভাই প্যাটেল

[D] মৌলানা আবুল কালাম আজাদ

Show Ans

Correct Answer: [D] মৌলানা আবুল কালাম আজাদ

Short Note : স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 11 নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালিত হয়।

4. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে Statue of Peace -এর উদ্বোধন করেন?

[A] গুজরাট

[B] রাজস্থান

[C] মহারাষ্ট্র

[D] উত্তরপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] রাজস্থান

5. সম্প্রতি প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় একজন ________ ছিলেন।

[A] গায়ক

[B] লেখক

[C] খেলোয়াড়

[D] অভিনেতা

Show Ans

Correct Answer: [D] অভিনেতা

6. কোন রাজ্য SAANS অভিযান শুরু করেছে?

[A] গুজরাট

[B] ঝাড়খন্ড

[C] মধ্যপ্রদেশ

[D] উড়িষ্যা

Show Ans

Correct Answer: [D] উড়িষ্যা

Short Note : বিশ্ব নিমোনিয়া দিবস উপলক্ষে উড়িষ্যা সরকার SAANS অভিযান শুরু করেছে। 

7. সম্প্রতি RBI কোন ব্যাংকের উপর ১ কোটি টাকা জরিমানা করেছে?

[A] Axix Bank

[B] Bandhan Bank

[C] Punjab National Bank

[D] Yes Bank

Show Ans

Correct Answer: [C] Punjab National Bank

8. সম্প্রতি কোন রাজ্য 15 নভেম্বর তারিখে রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করেছে?

[A] উত্তরাখন্ড

[B] ঝাড়খন্ড

[C] গুজরাট

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [B] ঝাড়খন্ড

Join on Telegram

  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 16 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 17 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 18 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 19 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 20 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 21 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 22 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 23 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 24 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 25 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 26 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 27 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 28 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 29 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 30 নভেম্বর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

11 + six =

Scroll to Top