Daily Current Affairs Quiz: 18th November 2020

Daily Current Affairs Quiz: 18th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 18th November 2020

1. বিহারের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে কে শপথ নিয়েছেন?

[A] জ্যোতি দেবী

[B] স্বর্ণা সিং

[C] রেনু দেবী

[D] কবিতা দেবী

Show Ans

Correct Answer: [C] রেনু দেবী

Short Note : রেনু দেবী বিহারের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন।রেনু দেবী 16 নভেম্বর 2020 তারিখে তারকিশোর প্রাসাদ -এর সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী পদের শপথ নেন। 

2. PM-KUSUM কোন মন্ত্রক শুরু করেছে?

[A] Ministry of Agriculture and Farmers Welfare

[B] Ministry of New and Renewable Energy

[C] Ministry of Rural Development

[D] Ministry of Women and Child Development

Show Ans

Correct Answer: [B] Ministry of New and Renewable Energy

3. সম্প্রতি প্রয়াত আসিফ বাসরা কোন পেশার সঙ্গে জড়িত ছিলেন?

[A] নির্দেশক

[B] অভিনেতা

[C] কবি

[D] গায়ক

Show Ans

Correct Answer: [B] অভিনেতা

4. সম্প্রতি কোন দেশ 10 বছরের গোল্ডেন ভিসা কার্যকরী করেছেন?

[A] আমেরিকা যুক্তরাষ্ট্র 

[B] সংযুক্ত আরব আমিরাত

[C] জাপান

[D] রুশ

Show Ans

Correct Answer: [B] সংযুক্ত আরব আমিরাত

5. সম্প্রতি প্রকাশিত ‘How to be a Writer’ বইটির লেখক কে?

[A] চেতন ভগৎ

[B] রস্কিন বন্ড

[C] সুধা চন্দ্রা

[D] প্রতীক জোশি

Show Ans

Correct Answer: [B] রস্কিন বন্ড

6. সম্প্রতি কে F1 তুর্কি গ্র্যান্ড পিক্স 2020 জিতেছে?

[A] Valtteri Bottas

[B] Lewis Hemilton 

[C] Charles Leclerc

[D] Max Verstappen

Show Ans

Correct Answer: [B] Lewis Hemilton 

Short Note :

7. ‘লোনার হ্রদ’ কোন রাজ্যে অবস্থিত?

[A] কর্ণাটক

[B] মহারাষ্ট্র

[C] মধ্যপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] মহারাষ্ট্র

8. হোলঙ্গি বিমানবন্দরটি কোন রাজ্যে নির্মিত হচ্ছে?

[A] আসাম

[B] নাগাল্যান্ড

[C] মনিপুর

[D] অরুণাচল প্রদেশ

Show Ans

Correct Answer: [D] অরুণাচল প্রদেশ

Join on Telegram

  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 16 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 17 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 18 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 19 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 20 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 21 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 22 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 23 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 24 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 25 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 26 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 27 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 28 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 29 নভেম্বর
  • বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 30 নভেম্বর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twelve − 2 =

Scroll to Top