Daily Current Affairs Quiz: 19th November 2020

Daily Current Affairs Quiz: 19th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 19th November 2020

1. এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটটাইল মিল কোন রাজ্যে প্রতিষ্টিত হতে চলেছে?

[A] গুজরাট

[B] মধ্যপ্রদেশ

[C] উত্তরপ্রদেশ

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [D] মহারাষ্ট্র

Short Note: মহারাষ্ট্রের পার্বণী জেলায় অবস্থিত জয় ভবানী মহিলা সমবায় টেক্সটাইল মিল এশিয়ার প্রথম সৌরচালিত টেক্সটাইল মিল প্রতিষ্টিত হতে চলেছে। 

2. কোন রাজ্য গরু রক্ষার জন্য “গরু মন্ত্রিপরিষদ” গঠনের সিদ্ধান্ত নিয়েছে?

[A] কর্ণাটক

[B] মহারাষ্ট্র

[C] গুজরাট

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] মধ্যপ্রদেশ

3. কোন ব্যাঙ্ক সাইবার জালিয়াতির বিরুদ্ধে ‘মুহ বন্দ রাখো’ প্রচার অভিযান শুরু করেছে?

[A] SBI

[B] HDFC Bank

[C] ICICI Bank

[D]  RBI

Show Ans

Correct Answer: [B] HDFC Bank

4. জাতীয় মৃগী দিবস বা National Epilepsy Day কবে পালিত হয়?

[A] 16 নভেম্বর

[B] 17 নভেম্বর

[C] 18 নভেম্বর

[D] 19 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 17 নভেম্বর

5. কোন রাজ্য সরকার ‘Mukhya Mantri Rural Street Vendor Scheme’ শুরু করেছে?

[A] উত্তরপ্রদেশ

[B] মধ্যপ্রদেশ

[C] মহারাষ্ট্র

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] মধ্যপ্রদেশ

6. সম্প্রতি আন্তর্জাতিক ছাত্র দিবস কবে পালিত হয়েছে?

[A] 16 নভেম্বর

[B] 17 নভেম্বর

[C] 18 নভেম্বর

[D] 19 নভেম্বর

Show Ans

Correct Answer: [B] 17 নভেম্বর

7. সম্প্রতি প্রয়াত নোবেল পুরস্কার বিজয়ী বৈজ্ঞানিক মাসায়োশি কোশিবা কোন দেশের নাগরিক?

[A] চীন

[B] জাপান

[C] দক্ষিন কোরিয়া

[D] ভিয়েতনাম

Show Ans

Correct Answer: [B] জাপান

8. জহরলাল নেহেরু বন্দর কোন রাজ্যে অবস্থিত?

[A] গুজরাট

[B] মহারাষ্ট্র

[C] পশ্চিমবঙ্গ

[D] কর্ণাটক

Show Ans

Correct Answer: [B] মহারাষ্ট্র


Join on Telegram

Also Read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 18 নভেম্বর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

eleven + twenty =

Scroll to Top