Daily Current Affairs Quiz: 24th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 24th November 2020
1. সম্প্রতি প্রয়াত বিখ্যাত কংগ্রেস নেতা তরুণ গগৈ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?
[A] নাগাল্যান্ড
[B] আসাম
[C] সিকিম
[D] মেঘালয়
2. কোন দেশ G20 Summit 2023 হোস্ট করবে?
[A] ফ্রান্স
[B] ভারত
[C] রাশিয়া
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র
3. কোন রাজ্য সরকার ‘মহা আবাস যোজনা’ নামে একটি গ্রামীণ আবাস প্রকল্প শুরু করেছে?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] উত্তরপ্রদেশ
[D] মধ্যপ্রদেশ
4. ডেনমার্কের রাজধানীর নাম কী?
[A] সিডনি
[B] ক্যানবেরা
[C] বিস্টল
[D] কোপেনহেগেন
5. আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ-
[A] ভারত
[B] চীন
[C] রাশিয়া
[D] কানাডা
6. ইসরো (ISRO)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] মুম্বাই
[B] ব্যাঙ্গালোর
[C] পুনে
[D] চেন্নাই
7. ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানটি হল_
[A] ভারতরত্ন
[B] অশোক চক্র
[C] শৌর্য চক্র
[D] পরমবীর চক্র
8. নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট?
[A] দিল্লী হাইকোর্ট
[B] বোম্বে হাইকোর্ট
[C] মাদ্রাজ হাইকোর্ট
[D] কলকাতা হাইকোর্ট
Also Read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 23 নভেম্বর