Daily Current Affairs Quiz: 27th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 27th November 2020
1. কোন দেশের সংবিধান ভারতের বৃহত্তম সংবিধান?
[A] রাশিয়া
[B] আমেরিকা যুক্তরাষ্ট্র
[C] কানাডা
[D] ভারত
2. নিম্নলিখিত কে ভারতীয় IT ইন্ডাস্ট্রির জনক নামে পরিচিত?
[A] রতন টাটা
[B] মুকেশ আম্বানি
[C] আজিম প্রেমজি
[D] ফকির চাঁদ কোহলি
3. সারা ভারত জুড়ে ‘আবাস দিবস’ কবে পালিত হয়?
[A] 20 নভেম্বর
[B] 21 নভেম্বর
[C] 22 নভেম্বর
[D] 23 নভেম্বর
4. ‘World Wildlife Fond’ (WWF) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] গ্লান্ড, সুইজারল্যান্ড
[B] রোম, ইতালি
[C] নিউইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র
[D] ভিয়েনা, অস্ট্রিয়া
5. “জাতীয় আইন দিবস” কবে পালিত হয়?
[A] 25 নভেম্বর
[B] 26 নভেম্বর
[C] 27 নভেম্বর
[D] 28 নভেম্বর
6. ১০ তম ‘National Science Film Festival 2020’ কোন রাজ্য আয়োজন করবে?
[A] আসাম
[B] ত্রিপুরা
[C] কেরালা
[D] উত্তরপ্রদেশ
7. ৪৮ তম ‘48th International Emmy Awards 2020′ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কে?
[A] Kate Winslet
[B] Glenda Jackson
[C] Jennifer Lawrence
[D] Keira Knightley
8. ‘Airports Authority of India’ (AAI) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
[A] মুম্বাই
[B] নিউ দিল্লী
[C] হায়দ্রাবাদ
[D] চন্ডীগড়
Also Read: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 26 নভেম্বর