Daily Current Affairs MCQ: 18th December 2020

Daily Current Affairs MCQ: 18th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Daily Current Affairs MCQ: 18th December 2020

1. কোন দেশ ‘G7 Summit 2021’ হোস্ট করবে?

[A] US

[B] UK

[C] ফ্রান্স

[D] কানাডা

Show Ans

Correct Answer: [B] UK

2. কোন মন্ত্রক ‘Economic Diplomacy’ ওয়েবসাইট লঞ্চ করেছে?

[A] External Affairs Ministry

[B] Tourism Ministry

[C] Home Ministry

[D] Corporate Affairs Ministry

Show Ans

Correct Answer: [A] External Affairs Ministry

Short Note: বিদেশ মন্ত্রী এস.জয়শঙ্কর 16 ডিসেম্বর 2020 তারিখে ‘Economic Diplomacy’ ওয়েবসাইট লঞ্চ শুরু করেছে। 

3. সম্প্রতি মহম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।তিনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়?

[A] পাকিস্তান

[B] আফগানিস্তান

[C] বাংলাদেশ

[D] ইংল্যান্ড

Show Ans

Correct Answer: [A] পাকিস্তান

4. ‘Human Development Index 2020’ -এ ভারতের অবস্থান কততম?

[A] 108

[B] 111

[C] 123

[D] 131

Show Ans

Correct Answer: [D] 131

Short Note : 189 দেশের মধ্যে ‘Human Development Index 2020’ -এ ভারতের অবস্থান 131 তম। এটির মূলভিত্তি হল – স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনশৈলী। 

5. ”Human Development Index 2020′ -এ কোন দেশ শীর্ষে রয়েছে?

[A] আয়ারল্যান্ড

[B] নরওয়ে

[C] সুইজারল্যান্ড

[D] আইসল্যান্ড

Show Ans

Correct Answer: [B] নরওয়ে

Short Note : ”Human Development Index 2020′ -এ প্রথম স্থানে রয়েছে – নরওয়ে, দ্বিতীয়- আয়ারল্যান্ড ও তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। 

6. সম্প্রতি ভারত 55 বছর পুরোনো চিলাহাটি – হলদিবাড়ি রেলপথটি পুনরায় শুরু করে কোন দেশের সঙ্গে?

[A] পাকিস্তান

[B] নেপাল

[C] ভুটান

[D] বাংলাদেশ

Show Ans

Correct Answer: [D] বাংলাদেশ

Short Note : সম্প্রতি 17 ডিসেম্বর 2020 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি 55 বছর পুরোনো চিলাহাটি – হলদিবাড়ি রেলপথটি উদ্ভোদন করেন। 

7. ভারত ‘World Anti-Doping Agency (WADA)’ -তে কত পরিমান তহবিল সহায়তার ঘোষণা করেছে?

[A] 1 মিলিয়ন মার্কিন ডলার 

[B] 1.5 মিলিয়ন মার্কিন ডলার 

[C] 2 মিলিয়ন মার্কিন ডলার 

[D] 2.5 মিলিয়ন মার্কিন ডলার 

Show Ans

Correct Answer: [A] 1 মিলিয়ন মার্কিন ডলার 

8. India Post Payments Bank (IPPB) কত সালে স্থাপিত হয়?

[A] 2016

[B] 2017

[C] 2015

[D] 2018

Show Ans

Correct Answer: [D] 2018

Short Note : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের  1লা সেপ্টেম্বর India Post Payments Bank (IPPB) লঞ্চ করেন। 

Join on Telegram

Read More: Current Affairs MCQ: 17th December

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 5 =

Scroll to Top