Current Affairs MCQ Pdf: 4 January 2021

Current Affairs MCQ Pdf: 4 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Current Affairs MCQ Pdf: 4 January 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 4 January 2021


1. কোন সংস্থা 1 লা জানুয়ারী 2021 তারিখে Foundation Day পালন করেছে?

[A] RBI

[B] DRDO

[C] ISRO

[D] BARC

Show Ans

Correct Answer: [B] DRDO

Short Note : 1লা জানুয়ারী 2021 সালে  Defence Research and Development Organisation (DRDO) তার 63 তম প্রতিষ্টা দিবস বা Foundation Day পালন করেছে। 

2. সম্প্রতি কে SAIL -এর নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন?

[A] সুদীপ খান্না

[B] সান্তনু নাইডু

[C] অশোক মাথুর

[D] সোমা মন্ডল

Show Ans

Correct Answer: [D] সোমা মন্ডল

Short Note: সম্প্রতি 1লা জানুয়ারী 2021 সালে সোমা মন্ডল Steel Authority of India Limited (SAIL) -এর নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন।

SAIL -এর প্রতিষ্ঠা হয় – 19 জানুয়ারী 1954 সালে এবং এর সদরদপ্তর – নিউ দিল্লিতে অবস্থিত।

3. ‘Sabarimala Vijnaanakosham’ শীর্ষক বইটির লেখক কে?

[A] অরুন্ধতী রায়

[B] ঝুম্পা লাহিড়ী

[C] কে.এস বিজয়ানাথ

[D] রাস্কিন বন্ড

Show Ans

Correct Answer: [C] কে.এস বিজয়ানাথ

4. সম্প্রতি রাঘবেন্দ্র সিং চৌহান কোন রাজ্যের হাই কোর্টের প্রধান বিচারক পদে নিযুক্ত হয়েছেন?

[A] উত্তরপ্রদেশ

[B] মধ্যপ্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [C] উত্তরাখন্ড

5. সম্প্রতি কোন রাজ্য ‘কিষান ফসল রাহাত যোজনা’ শুরু করেছে?

[A] মধ্যপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] উড়িষ্যা

[D] ঝাড়খন্ড

Show Ans

Correct Answer: [D] ঝাড়খন্ড

6. কোন রাজ্য 2021 সালে ’14th Global Healthcare Summit’ হোস্ট করবে?

[A] কর্ণাটক

[B] অন্ধ্রপ্রদেশ

[C] সিকিম

[D] উত্তরপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] অন্ধ্রপ্রদেশ

7. সম্প্রতি কোন দেশের ‘জাতীয় সঙ্গীত’ -এর একটি শব্দ পরিবর্তন করা হয়েছে?

[A] শ্রীলংকা

[B] অস্ট্রেলিয়া

[C] বাংলাদেশ

[D] ভারত

Show Ans

Correct Answer: [B] অস্ট্রেলিয়া

8. সম্প্রতি কোন শহরে Thoubal Multi Purpose Project (Thoubal Dam) -এর উদ্বোধন করা হয়েছে?

[A] আগরতলা

[B] ইমফল

[C] ইটানগর

[D] কোলকাতা

Show Ans

Correct Answer: [B] ইমফল (Imphal)

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 2nd January


Download Current Affairs PDF: 2rd January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twenty − thirteen =

Scroll to Top