ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম

ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম: নমস্কার, পাঠকগণ আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির উপ-নামের তালিকাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে সম্পাদন করেছি।

ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম

ক্রমডাকনামস্থান
1স্বর্ণ শহরঅমৃতসর
2ভারতের ম্যাঞ্চেস্টারআহমেদাবাদ
3আরব সাগরের রানীকোচিন
4মহাকাশ শহরবেঙ্গালুরু
5ভারতের উদ্যান নগরীবেঙ্গলুরু
6ভারতের সিলিকন ভ্যালিবেঙ্গালুরু
7বাংলার দুঃখদামোদর নদী
8বিহারের দুঃখকোশি নদী
9নীল পর্বতনীলগিরি
10পর্বতের রানীমুসৌরি (উত্তরাখন্ড)
11পবিত্র নদীগঙ্গা
12ভারতের হলিউডমুম্বাই
13দুর্গের শহরকলকাতা
14ভারতের ইলেক্ট্রনিক শহরবেঙ্গালুরু
15গোলাপি শহরজয়পুর
16ভারতের প্রবেশদ্বারমুম্বাই
17যমজ শহরহায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ
18উৎসবের শহরমাদুরাই
19দাক্ষিণাত্যের রানীপুনে
20অট্টালিকা শহরকোলকাতা
21দক্ষিণের গঙ্গাগোদাবরী
22পুরাতন গঙ্গাগোদাবরী
23এশিয়ার ডিমের পাত্রঅন্ধ্রপ্রদেশ
24সোয়া অঞ্চলমধ্যপ্রদেশ
25দক্ষিণের ম্যাঞ্চেস্টারকোয়েম্বাটুর
26নবাবদের শহরলখনৌ
27পূর্বের ভেনিসকোচিন
28পঞ্চনদীর দেশপাঞ্জাব
29তাঁতির শহরপানিপথ
30হ্রদের শহরশ্রীনগর
31ভারতের ইস্পাত নগরীজামশেদপুর
32মন্দিরের শহরবারানসি
33উত্তরের ম্যাঞ্চেস্টারকানপুর
34ভারতের ৱ্যালিনতুন দিল্লী
35ভারতের স্বর্গ বা ভূস্বর্গজম্মু ও কাশ্মীর
36ভারতের মশলার উদ্যানকেরালা
37ভারতের সুইজারল্যান্ডকাশ্মীর
38ঈশ্বরের আবাসপ্রয়াগ
39ভারতের পিটসবার্গজামশেদপুর

ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম PDF: Download

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDF: Download

প্রশ্নঃ কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়?

উত্তরঃ আহমেদাবাদ।

প্রশ্নঃ আরব সাগরের রানী কাকে বলা হয়?

উত্তরঃ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়।

প্রশ্নঃ ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়?

উত্তরঃ জয়পুর।

প্রশ্নঃ বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়?

উত্তরঃ দামোদর নদী।

প্রশ্নঃ কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?

উত্তরঃ মুম্বাই- কে।

প্রশ্নঃ কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?

উত্তরঃ বেঙ্গালুরু- কে।

প্রশ্নঃ এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ -কে।

প্রশ্নঃ ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়?

উত্তরঃ জামশেদপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

6 + two =

Scroll to Top