Current Affairs MCQ Pdf: 18 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 18 January 2021
1. সম্প্রতি Pat Gelsinger -কে কোন সংস্থার CEO পদে নিযুক্ত করা হয়েছে?
[A] OPPO
[B] INTEL
[C] VIVO
[D] APPLE
2. সম্প্রতি কোন রাজ্যে ‘Kanuma Festival’ পালিত হয়েছে?
[A] কর্ণাটক
[B] তেলেঙ্গানা
[C] কেরালা
[D] তামিলনাডু
3. সম্প্রতি কোন রাজ্য সরাকর ‘Flim City’ স্থাপনের ঘোষণা করেছে?
[A] গুজরাট
[B] মহারাষ্ট্র
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব
4. সম্প্রতি কোন রাজ্য সরকার 367000 পরিবারকে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ -এর অন্তর্ভুক্ত করেছে?
[A] পশ্চিমবঙ্গ
[B] উত্তরপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] গুজরাট
5. সম্প্রতি ‘Prarambh: Startup India International Summit’ -এর উদ্বোধন কে করেছেন?
[A] পীযূষ গোয়েল
[B] নির্মলা সীতারমন
[C] নরেন্দ্র মোদী
[D] অমিত শাহ
6. সম্প্রতি কোথায় ’51th International Film Festival of India’ শুরু হয়েছে?
[A] কোলকাতা
[B] গোয়া
[C] মুম্বাই
[D] নিউ দিল্লি
7. সম্প্রতি SKOCH Challenger Awards কে পেয়েছেন?
[A] রাজনাথ সিং
[B] পীযূষ গোয়েল
[C] অর্জুন মুন্ডা
[D] কোনোটিই সঠিক নয়
8. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘পরশুরাম কুন্ড তীর্থ যাত্রা’ শুরু করেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] উত্তরাখন্ড
[C] হিমাচল প্রদেশ
[D] অরুণাচল প্রদেশ
Read More: Current Affairs MCQ: 16 January
Download Current Affairs PDF: 18th January 2021