মনীষীদের ডাক নাম বা উপনাম: নমস্কার, পাঠকগণ আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির উপ-নামের তালিকাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে সম্পাদন করেছি।
মনীষীদের ডাক নাম বা উপনাম
ক্রম | প্রকৃত নাম | উপনাম |
---|---|---|
1 | মহাত্মা গান্ধী | জাতীর জনক (Father of Nation) |
2 | সর্দার বল্লভ ভাই প্যাটেল | লৌহ মানব (Iron man of India) |
3 | বালগঙ্গাধর তিলক | লোকমান্য (Lokmanya) |
4 | সরোজিনী নাইডু | ভারতের নাইটেঙ্গেল (Nightingale of India) |
5 | রবীন্দ্রনাথ ঠাকুর | কবিগুরু (Kaviguru) |
6 | খান আব্দুল গফ্ফর খান | সীমান্তগান্ধী (Frontier of Gandhi) |
7 | চিত্তরঞ্জন দাস | দেশবন্ধু (Deshbandhu) |
8 | এ.পি.জে আব্দুল কালাম | মিসাইল ম্যান অফ ইন্ডিয়া (Missile man of India) |
9 | রবীন্দ্রনাথ ঠাকুর | গুরুদেব (Gurudeb) |
10 | জহরলাল নেহেরু | চাচাজি (Chachaji) |
11 | দাদা সাহেব ফালকে | ভারতীয় সিনেমার পিতা (Father of Indian Cinema) |
12 | বি.আর. আম্বেদকর | ভারতীয় সংবিধানের পিতা (Father of Indian Constitution) |
13 | রঞ্জিত সিং | পাঞ্জাবের সিংহ (Lion of Punjab) |
14 | সমুদ্রগুপ্ত | ভারতের নেপোলিয়ন (Nepoleon of India) |
15 | লাল বাহাদুর শাস্ত্রী | শান্তির মানুষ (Man of Peace) |
16 | মদন মোহন মালবীয় | মহামান্য (Mahamanya) |
17 | মহাত্মা গান্ধী | বাপু (Bapu |
18 | দাদাভাই নৌরাজি | গ্র্যান্ড ওল্ড ম্যান(Grand old Man) |
19 | এম. এস. গোলওয়াকার | গুরুজী (Guruji) |
20 | সুভাষ চন্দ্র বসু | নেতাজি (Netaji) |
21 | জগজীবন রাম | বাবুজি (Babuji) |
22 | বিবেকানন্দ | স্বামীজী (Swamiji) |
23 | সচিন টেন্ডুলকার | লিটল মাস্টার (Little Master) |
24 | বাল্মীকি | আদি কবি (Adi Kabi) |
25 | মিল্কা সিং | ফ্লাইং শিখ (Flying Sikh) |
26 | কপিল দেব | হরিয়ানা হ্যারিকেন (Hariyana Hurrican) |
মনীষীদের ডাক নাম বা উপনাম: Download
ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ সমূহ: Download