Current Affairs MCQ Pdf: 20 February 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 20 February 2021
1. বিশ্ব সামাজিক ন্যায় দিবস বা World Day of Social Justice প্রতিবছর কবে পালিত হয়?
[A] 18 ফেব্রুয়ারী
[B] 19 ফেব্রুয়ারী
[C] 20 ফেব্রুয়ারী
[D] 21 ফেব্রুয়ারী
2. সম্প্রতি কোন সংস্থা World Solar Bank লঞ্চের পরিকল্পনা করেছে?
[A] Renewable Energy Group
[B] International Solar Alliance
[C] International Solar Energy Society
[D] International Energy Agency
3. পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ “Pariksha Pe Charcha” অনলাইনে অনুষ্ঠিত হবে।”Pariksha Pe Charcha” -এর প্রথম সংস্করন কবে আয়োজিত হয়?
[A] 2016
[B] 2017
[C] 2018
[D] 2019
4. সম্প্রতি পুডুচেরী -এর উপ-রাজ্যপাল পদে কে শপথ নিয়েছেন?
[A] Tamilisai Soundararajan
[B] Salim Gangadharan
[C] Ranjana Salgaocar
[D] Murali Ramakrishnan
5. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী “India Tourism Mart” অনুষ্ঠানের উদ্ঘাটন করেছেন?
[A] এস. জয়শঙ্কর
[B] অমিত শাহ
[C] হর্ষ বর্ধন
[D] পীযূষ গোয়েল
6. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভারতের দীর্ঘতম সেতু -এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এই সেতুটি উত্তর-পূর্ব ভারতের কোন দুটি রাজ্যকে সংযুক্ত করবে?
[A] মনিপুর – আসাম
[B] অরুণাচল প্রদেশ – আসাম
[C] আসাম – মেঘালয়
[D] মেঘালয় – মনিপুর
7. সম্প্রতি কোন রাজ্যের সব জেলায় ‘Atal Bhujal Yojana’ বাস্তবায়িত করা হয়েছে?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] উত্তরপ্রদেশ
[D] ঝাড়খন্ড
8. অরুণাচল প্রদেশ প্রতিবছর 20 ফেব্রয়ারী স্থাপনা দিবস পালন করে। অরুণাচল প্রদেশ কবে পূর্ন রাজ্যের মর্যাদা পায়?
[A] 1972 সালে
[B] 1977 সালে
[C] 1987 সালে
[D] 1989 সালে
Download Current Affairs PDF 20th February 2021