Current Affairs MCQ Pdf: 25 February 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 25 February 2021
1. সম্প্রতি কোন দেশ করোনা ভাইরাস সম্পর্কিত ”Green Pass” সিস্টেম চালু করেছে?
[A] চীন
[B] ইটালি
[C] আমেরিকা
[D] ইসরায়েল
2. সম্প্রতি কোন সংস্থা ভারতীয় নৌ-বাহিনীর জন্য Vertical Launch
Short Range Surface to Air Missile (VL-SRSAM) সফলভাবে পরীক্ষন করেছে?
[A] DRDO
[B] HAL
[C] Bharat Dynamics
[D] Bharat Electronics
3. সম্প্রতি DRDO দ্বারা নির্মিত ভারতের প্রথম অগ্নি সুরক্ষা প্রশিক্ষন কেন্দ্র Skill Development Centre (SDC) কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
[A] মহারাষ্ট্র
[B] ছত্তিসগড়
[C] উত্তরপ্রদেশ
[D] কর্ণাটক
4. সম্প্রতি ভারতরত্ন মৌলানা আবুল কালাম আজাদ -এর মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। তিনি স্বাধীন ভারতের প্রথম ________ ছিলেন।
[A] গৃহ মন্ত্রী
[B] কৃষি মন্ত্রী
[C] শিক্ষা মন্ত্রী
[D] প্রতিরক্ষা মন্ত্রী
5. সম্প্রতি কবে ‘Central Excise Day’ পালিত হয়?
[A] 22 ফেব্রুয়ারী
[B] 23 ফেব্রুয়ারী
[C] 24 ফেব্রুয়ারী
[D] 25 ফেব্রুয়ারী
6. সম্প্রতি প্রকাশিত ‘Yuva Bharat: The Heroes of Today’ শীর্ষক বইটির লেখক কে?
[A] বিজেন্দ্র গার্গ
[B] ডেভির সিং ভান্ডারী
[C] রাজকুমার সিং
[D] অরুন্ধতী রায়
7. কোন দেশ 17 মে 2021 সাল পর্যন্ত সমস্ত অপ্রয়োজনীয় আন্তর্জাতিক ভ্রমন নিষিদ্ধ করেছে?
[A] ফ্রান্স
[B] যুক্তরাজ্য
[C] জার্মানি
[D] ইতালি
8. ভারত সরকার 2025 সালের মধ্যে কোন রোগ নির্মূল করার লক্ষ্য রেখেছে?
[A] ডেঙ্গু
[B] ম্যালেরিয়া
[C] যক্ষা
[D] হেপাটাইটিস
Download Current Affairs PDF 25th February 2021