Current Affairs MCQ Pdf: 15 March 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 15 March 2021
1. ‘Quad Summit 2021’ -এ ভারতের প্রতিনিধিত্ব কে করেন?
[A] এস. জয়শঙ্কর
[B] অমিত শাহ
[C] রামনাথ কোবিন্দ
[D] নরেন্দ্র মোদী
Show Ans
Correct Answer: [D] নরেন্দ্র মোদী
Short Note: ‘Quad Summit 2021’ -এ ভারতের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শিখর সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী – Yoshihide Suge, মার্কিন রাষ্ট্রপতি – Joe Biden, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী – Scott Morrison এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি অংশগ্রহন করেন।
2. NHAI কত ঘন্টায় 25.54 কিলোমিটার সড়কপথ নির্মাণ করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে?
[A] 15 ঘন্টা
[B] 18 ঘন্টা
[C] 22 ঘন্টা
[D] 23 ঘন্টা
Show Ans
Correct Answer: [B] 18 ঘন্টা
Short Note: ন্যাশনাল হাইওয়ে অথিরিটি অফ ইন্ডিয়া (NHAI) কেবলমাত্র 18 ঘন্টায় 25.54 কিলোমিটার সড়কপথ নির্মাণ করে বিশ্ব রেকর্ড নিজের নামে করেছে।
NHAI –
- National Highways Authority of India
- স্থাপনাঃ 1988
- সদরদপ্তরঃ নিউ দিল্লি
- লক্ষ্য: জাতীয় সড়কপথ নির্মাণ ও মেরামত।
3. সম্প্রতি National Crime Records Bureau (NCRB) কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
[A] 21 তম
[B] 36 তম
[C] 39 তম
[D] 40 তম
Show Ans
Correct Answer: [B] 36 তম
Short Note: 11 মার্চ 2021 তারিখে NCRB, 36 তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে।
NCRB –
- National Crime Records Bureau
- স্থাপনঃ 11 মার্চ 1986
- সদরদপ্তরঃ নিউ দিল্লি
- নীতিবাক্যঃ Empowering Indian Police with Information Technology.
4. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘Global Ayurveda Festival’ -এর কততম সংস্করন ভার্চুয়ালি উদ্বোধন করছেন?
[A] তৃতীয়
[B] চতুর্থ
[C] পঞ্চম
[D] ষষ্ঠ
Show Ans
Correct Answer: [B] চতুর্থ
Short Note: 12 মার্চ 2021 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘Global Ayurveda Festival’ -এর চতুর্থ সংস্করন ভার্চুয়ালি উদ্বোধন করছেন।
যদিও Global Ayurveda Festival’ -এর চতুর্থ সংস্করন 2020 সালের 16 মার্চ – 20 মার্চ -এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড মহামারীর কারনে স্থগিত হয়।
Global Ayurveda Festival –
- আয়োজকঃ কেরালা
- সময়সীমাঃ 12 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- Global Ayurveda Festival 2021 -এর থিমঃ ‘Strengthening Host Defence System – Ayurveda A Potential Promise.’
5. International Olympic Committee (IOC) এর প্রেসিডেন্ট পুনরায় কে নিযুক্ত হলেন?
[A] সঞ্জয় বনসল
[B] অজয় ত্যাগী
[C] থমাস বাচ
[D] বিবেক বিন্দ্রা
Show Ans
Correct Answer: [C] থমাস বাচ
Short Note:
IOC
- International Olympic Committee
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
- স্থাপনাঃ 23 জুন 1984
- সদরদপ্তরঃ লুসানে, সুইজারল্যান্ড
- প্রেসিডেন্টঃ থমাস বাচ
6. কে আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজার রান করে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন?
[A] সুষমা বর্মা
[B] মিতালি রাজ্
[C] পুনম রাওয়াত
[D] স্মৃতি মান্ধানা
Show Ans
Correct Answer: [B] মিতালি রাজ্
Short Note: ভারতের মহিলা ক্রিকেটার মিতালি রাজ্ আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজার রান করে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম মহিলার খেতাব গ্রহণ করেছেন।
ICC-
- ICC – International Cricket Council
- আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ
- স্থাপনা – 15 জুন 1909
- সদরদপ্তর – দুবাই, সংযুক্ত আরব আমিরাত
- চ্যেয়ারপার্সন– গ্রেগ বার্কলে
7. সম্প্রতি কাকে Chief Statistician of India (CSI) পদে নিযুক্ত করা হয়েছে?
[A] অজয় ত্যাগী
[B] জি.পি সামন্ত
[C] রজনীশ অরোরা
[D] গিরিশ চন্দ্র মুর্মু
Show Ans
Correct Answer: [B] জি.পি সামন্ত
Short Note: ভারত সরকার জি.পি সামন্ত নুতন Chief Statistician of India (CSI) পদে নিযুক্ত করেন।
8. BRICS -এর পাঁচটি সদস্য দেশ হল__
[A] বাংলাদেশ, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা
[B] ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, কানাডা এবং সাউথ আফ্রিকা
[C] ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং শ্রীলঙ্কা
[D] ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা
Show Ans
Correct Answer: [D] ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা
Join on Telegram
Current Affairs MCQ Pdf: 15 March 2021: Download